চোখের সামনে হয়ে গেল টেট পরীক্ষা। প্রায় পাঁচ বছর পর টেট পরীক্ষা নির্বিঘ্নে মিটিয়ে বড় চ্যালেঞ্জ সামলে দিয়েছে রাজ্য সরকার। আর এই বড় কাজের সাক্ষী থাকতে না পেরে জেলে বসে চঞ্চল হয়ে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। তবে আজ, মঙ্গলবার শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ, কল্যাণময়, এসপি সিনহা–সহ মোট ৭ জনকে জেল হেফাজত শেষে আবার আলিপুর স্পেশাল সিবিআই আদালতে পেশ করা হয়। আর এখানে আসার সময়ই ডিসেম্বর ডেডলাইন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়।
ঠিক কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায়? আজ আলিপুর কোর্ট লকআপে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়ার সময়, বিজেপির ডিসেম্বর ডেডলাইন নিয়ে প্রশ্ন করা হয়। পার্থদা, ডিসেম্বর মাস নিয়ে বারবার বিজেপি খোঁচা দিচ্ছে। তৃণমূলের কি কোনও ক্ষতি হবে? এই প্রশ্নের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না’। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে তৃণমূল কংগ্রেসের এই জয়গান সবাইকে অবাক করে দিয়েছে। কারণ দল এবং মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দলের নেতা–মন্ত্রীরা মন্তব্যও করেছেন প্রকাশ্যে। তারপরও এমন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
কেন এমন বললেন পার্থ? শুভেন্দুর দেওয়া তিনটি বিশেষ তারিখের মধ্যে আজ প্রথমদিন। এছাড়া রয়েছে ১৪ এবং ২১ ডিসেম্বর। এই দুটি দিন কেটে গেলেই বড়দিনের উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। সুতরাং তেমন কিছুই হবে না মনে করে এই মন্তব্য করেছেন তিনি বসে অনেকের মত। আবার দলে থাকতেই শুভেন্দু ও পার্থর মধ্যে খুব সখ্যতা ছিল না। তাই জেল থেকে প্রকাশ্যে আসতেই শুভেন্দুকে বার্তা দিলেন পার্থ বলে মনে করা হচ্ছে। শুভেন্দু বলেছিলেন, ‘ডিসেম্বরের ১২–১৪–২১ তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।’ আজ, শুভেন্দুর এই মন্তব্য প্রসঙ্গেই জানতে চাওয়া হয় পার্থের কাছে। তখনই জবাবে পার্থ বলেন, ‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না’।