মাঝ আকাশে বিমানে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ নতুন কিছু নয়। ফের এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল পাশের সিটে বসে থাকা এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বিনা অনুমতিতে বিমানের মধ্যে ওই মহিলা যাত্রীর ছবি তোলে ওই যুবক। পরে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করতেই মহিলা যাত্রী সোজা বিমানবন্দর থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে অসুস্থ যাত্রী, কলকাতায় জরুরি অবতরণের পরেও মৃত্যু বৃদ্ধার
জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ ই ৯৭৫ বিমানে। মহিলা যাত্রীর অভিযোগ, তিনি যেখানে বসেছিলেন তার পাশে সিটেই বসেছিল ওই যুবক। প্রথমে ওই যুবক নানা অজুহাতে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে। তবে তাতে গুরুত্ব দেননি ওই মহিলা যাত্রী। পরে তিনি লক্ষ্য করেন, পাশে বসে থাকা ওই যুবক মোবাইলে তার ছবি তুলছে। বিষয়টি বুঝতে পেরে মহিলা যাত্রী এর প্রতিবাদ জানান তবে ছবি তোলার কথা অস্বীকার করে যুবক।
এদিকে, এই ঘটনায় মহিলা যাত্রী বিমানের কেবিন ক্রুর কাছে অভিযোগ জানান। জানা গিয়েছে, মহিলা যাত্রীর সঙ্গে তার এক আত্মীয় ছিলেন। ঘটনায় তাঁর সঙ্গে যুবকের বচসা বাঁধে। তার ফলে মাঝ আকাশে বিমানের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন অন্যান্য যাত্রীরা। কেবিন ক্রুদের সহায়তায় যুবকের মোবাইল ফোনটি জমা নেওয়া হয়। ফলে সেই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিমানটি কলকাতা বিমানবন্দরের অবতরণ করার পরেই মহিলা সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। এরপরে ওই যুবকের বিরুদ্ধে বিমানবন্দর থানাতে অভিযোগ জানান মহিলা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।