তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক পদ এবং দল ছেড়েছেন বরাহনগরের নেতা তাপস রায়। রাজ্য রাজনীতিতে এখন এটাই সবচেয়ে বড় খবর। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সমস্ত মহলে। যদিও তিনি কোন দলে যোগদান করবেন সে বিষয়টি এখনও স্পষ্ট করেননি। তবে লোকসভা ভোট এগিয়ে আসতেই ক্রমেই বদলে যাচ্ছে বাংলার রাজনৈতিক সমীকরণ। তাপস রায়ের দল ছাড়ার ফলে তৃণমূল যে অস্বস্তিতে সে কথা বলার অবকাশ রাখে না। তবে তার মধ্যেই তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন, আরও অনেকে তাপস রায়ের দেখানো পথে হাঁটতে চলেছেন। দিলীপ ঘোষের এমন দাবিকে কেন্দ্র করে জোড় গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন: ‘শাহজাহানের জন্য উদ্বেগ, আর আমার…' ইডি হানার পর মমতা ভূমিকায় একরাশ অভিমান তাপসের
কী বলেছেন দিলীপ ঘোষ?
তাপসের দল ছাড়া প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেছেন, তাপস রায়ের মতো প্রবীণ নেতাদের দলে প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাই তাদের পক্ষে দলে থাকা সম্ভব হচ্ছে না। তাপস রায় চেষ্টা করেও পারেননি। আগামী দিনে আরও অনেককেই সেই পথে হাঁটতে দেখা যাবে। দিলীপের মতে, তাপস রায়ের মতো নেতা যেখানে সিদ্ধান্ত নিয়েছেন তা ভেবে চিন্তেই হয়তো নিয়েছেন। যদিও তাপস রায় বিজেপিতে যোগ দিবেন কিনা সেই বিষয়টি দিলীপ ঘোষও স্পষ্ট করেননি। তবে তিনি জানিয়েছেন, তাপস রায় বিজেপিতে যোগ দিলে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কাজ করতে পারবেন। দিলীপ ঘোষের কথায়, ‘তাপস দা’কে দিয়ে শুরু হল। আগামী দিনে এরকম অনেক দৃশ্য দেখা যাবে।’ ফলে স্বাভাবিকভাবেই এমন মন্তব্য করে জল্পনা আরও উসকে দিয়েছেন দিলীপ ঘোষ। তাহলে কি আরও অনেকেই তৃণমূল ছাড়তে চলেছেন। তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।