ভবানীপুরে ব্যবসায়ী অশোক শাহকে ছুরি মেরে খুন করা হয়েছে। আর তাঁর স্ত্রী রশ্মিতা শাহকে মাথার পিছনে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। ভবানীপুর কাণ্ডে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে, তাতে সেই কথাই উল্লেখ রয়েছে। ব্যবসায়ীর শরীরে যে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে, সেকথা আগেই জানা গিয়েছিল। এবার ময়নাতদন্তের রিপোর্ট থেকে বোঝা গেল, ঠিক কীভাবে ওই দম্পতিকে খুন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের যে রিপোর্ট হাতে এসেছে, তার থেকে বোঝা যাচ্ছে, দুপুর দেড়টা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, ব্যবসায়ীর শরীরের একাধিক অংশে ক্ষতচিহ্ন রয়েছে। গলায় কাটা দাগ রয়েছে। একাধিকবার শরীরে ছুরির আঘাত করা হয়। ধস্তাধ্বস্তির কোনও চিহ্ন মেলেনি। তদন্তকারীরা মনে করছেন, জোর করে যে বাড়িতে ঢোকা হয়েছে, তেমনটা নয়। পুলিশ অনুমান, এক নয়, একাধিক জন শাহের বাড়িতে এসেছিল। এরা সকলেই ব্যবসায়ীর পরিবারের পরিচিতই ছিল। অন্যদিকে ব্যবসায়ীর স্ত্রী রশ্মিতা শাহকে মাথার পিছনে ডান দিকে গুলি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গুলিটি মাথা দিয়ে ঢুকে কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। শোয়ার ঘর থেকে মৃতদেহটিকে পাওয়া যায়।