বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বৌবাজারের ধাক্কা! আরও পিছিয়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট ‘ডেডলাইন’, লাগবে আরও ৩ মাস
ফের ধাক্কা খেল ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। ২০২৩ সালের জানুয়ারিতে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করার ‘ডেডলাইন’ ছিল। কিন্তু সেই কাজ শেষ হতে আরও সাত–আট মাস দেরি হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
কিছুদিন আগেই বউবাজারে মেট্রোর কাজে জন্য বহু বাড়িতে ফাটল তৈরি হয়। ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকে গিয়েছে। সুড়ঙ্গে জল ঢোকা নিয়ন্ত্রণ করা না গেলেই ফাটল নিয়ন্ত্রণে আনা যাবে। মেট্রো রেলের ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝাঁ জানান, মেট্রোর সুড়ঙ্গের অবস্থা ভালো নয়। সেজন্য সবসময় পর্যবেক্ষণে রাখা দরকার। এর আগে ২০১৯ সালে বউবাজারে দুর্গাপিতুরি লেনের বাড়িগুলিতে ফাটল দেখা গিয়েছিল।