প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি করছে তৃণমূল। না দিতে পারলেই অপহরণ করে নিয়ে যাচ্ছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিস্ফোরক অভিযোগ তুলেছে নামকরা রিয়েল এস্টেট গ্রুপ। সূত্রের খবর পূর্তি রিয়েলটি বাংলায় অত্য়ন্ত পরিচিত রিয়েল এস্টেট গ্রুপ। শুক্রবার এই গ্রুপের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে হুগলি জেলা থেকে তাঁদের তিনজন ইঞ্জিনিয়ারকে অপহরণ করা হয়েছে। নিজেকে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একজন ব্য়ক্তি তোলা চেয়েছিল। তারপরই অপহরণ করা হয়েছে তিনজন ইঞ্জিনিয়ারকে।শুক্রবার এনিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন। এই গ্রুপ হুগলিতে হাজার কোটি টাকার দুটি প্রজেক্ট করছে। এদিকে মুখ্যমন্ত্রী যখন গোয়াতে গিয়ে বাংলার নানা উন্নয়নের কথা তুলে ধরছেন তখন তৃণমূলকে কার্যত অস্বস্তিতে ফেলে মুখ্য়মন্ত্রীর দফতরে গেল এই ইমেল। লেখা হয়েছে এই গুন্ডারা রাজ্যের শান্তির পরিবেশ ও বিনিয়োগের পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ইমেলে যে দুটি প্রজেক্টের নাম সংস্থার তরফে উল্লেখ করা হয়েছে তা হল, আমাজনের লজিস্টিক হাব ও ম্য়ারিয়ট গ্রুপের একটি রিসর্ট। এমডির দাবি, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে নিজেকে দাবি করা রাজীব বসু রায় নামে এক ব্যক্তি তাঁদের কাছ থেকে দুর্গাপুজোর সময় ৫০ হাজার টি সার্ট চেয়েছিলেন। এদিকে ফোনে তাকে বলা হয়েছিল একটি টি সার্টের দাম যদি ৭০ টাকা হয় তবে কোম্পানিকে ৩৫ লক্ষ টাকা খরচ করতে হবে। এরপরই ফোন কেটে দিয়ে ৫ হাজার টি শার্ট চেয়ে মেসেজ করা হয়। হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে মহেশ আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, পুলিশকেও অভিযোগ জানিয়েছি। ২৮শে অক্টোবর ওই ব্যক্তি সাইটে এসে তোলা চায়। না দিতে পারলে তার রাজনৈতিক ক্ষমতা দেখাবে বলেও হুমকি দেয়। পরের দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বর যুক্ত সাদা রঙের স্করপিওতে চেপে এসে লোকজনকে মারধর করে তিনজন ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে যায়।টাকা না দিলে তাদের ছাড়া হবে না বলেও জানিয়েছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তোলাবাজি শিল্প চালাচ্ছেন এটাই তার নজির।