রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা বা নির্মাণের জন্য গাছ কাটার অভিযোগ নতুন কিছু নয়। এবার মেট্রোর কাজের জন্য গাছ কাটার অভিযোগ উঠল কলকাতার ময়দানে। সাধারণত কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত ময়দান। ফলে সেই জায়গায় মেট্রোর কাজের জন্য গাছ কাটার অভিযোগে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরা। এবার এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা।
আরও পড়ুন: খাস কলকাতায় গাছ কাটা হচ্ছে, অভিযোগ পেয়েই বালিগঞ্জে ছুটলেন রাজ্যপাল
জানা গিয়েছে, জনৈক এক ব্যক্তি ময়দানে মেট্রোর প্রকল্পের জন্য গাছ কাটার বিরোধিতা করে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর মূলত অভিযোগ, মেট্রোর কাজের জন্য ময়দানে গাছ কাটা হচ্ছে। সেক্ষেত্রে আদৌও বন দফতরের অনুমতি রয়েছে কিনা, সেই প্রশ্ন তুলেই এই মামলা দায়ের করছেন ওই ব্যক্তি। বুধবার এ বিষয়ে মামলাকারী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন।
উল্লেখ্য, মেট্রোর কাজের জন্য শুধু ময়দানে গাছ কাটা নয়, এর আগে বাইপাসেও মেট্রোর কাজ এবং রাস্তা সম্প্রসারণের কাজের জন্য গাছ কাটার অভিযোগ উঠেছিল। এছাড়াও শহরের বিভিন্ন অংশের প্রায়ই গাছ কাটার অভিযোগ শোনা যায়। কিছুদিন আগে পুজোর মণ্ডপ তৈরির কাজের জন্য গাছ কাটার অভিযোগ উঠেছিল বালিগঞ্জে। সেই অভিযোগ পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যায়, ৬৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুসদয় রোডের একটি অবসানের সামনে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ পেয়েছিলেন রাজ্যপাল। সেই ঘটনায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছিলেন।