বুধবারও যাত্রী ভোগান্তি কমল না। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনেই বসে থাকলেন যাত্রীরা। বুধবারও খড়্গপুর লাইনে যাত্রী ভোগান্তি হয়েছে। একে প্রচন্ড গরম। তার উপর ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেনের জন্য অপেক্ষায় থাকলেন যাত্রীরা। চরম ভোগান্তি।
আসলে সাঁতরাগাছি রেল স্টেশন ও রেল ইয়ার্ডকে উন্নত করার জন্য় কাজ করা হচ্ছে। গত ৩০এপ্রিল থেকে এই স্টেশনের প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। এর জেরেই একের পর এক ট্রেন বাতিল। আর তার মাশুল দিলেন একের পর এক যাত্রী। সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগনাল সিস্টেমের সমস্যাও এই বিপত্তির অন্য়তম কারণ।
মঙ্গলবার যাত্রী ভোগান্তি একেবারে চরমে উঠেছিল। বুধবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু একাধিক ট্রেন বাতিলের জেরে পুরোপুরি সমস্যা মেটেনি।
বুধবারও হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া দিঘা, দিঘা হাওড়া, পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন অনেক দেরিতে ছেড়েছে। রেলের অনুসন্ধান অফিসে বার বার গিয়েছেন উদ্বিগ্ন যাত্রীরা।