প্রথম মল উপহার পেতে চলেছে দক্ষিণ পশ্চিম কলকাতা। অ্যাক্রোপলিস সাউথ জোকা নামের এই মল তৈরি করবে মার্লিন গ্রুপ। ডায়মন্ড হারবার রোডে এই মল গড়ে তোলা হবে।
পাহাড়পুর গ্রুপের তৈরি এই অসম্পূর্ণ মল কিনে নিচ্ছে মার্লিন গোষ্ঠী। আগামী ১৮ মাসের মধ্যেই এই মল তৈরির কাজ সম্পূর্ণ করা হবে। মল তৈরির কাজ সম্পূর্ণ করার জন্য আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী খবর, এই মল ক্রয়ের চুক্তির অঙ্ক প্রায় ১০০ কোটি টাকা। আরও পড়ুন: Indian Economy: বিশ্বজুড়ে মন্দা হলেও ৬.৯% বাড়বে ভারতীয় অর্থনীতি: বিশ্ব ব্যাঙ্ক
সম্পূর্ণ করার প্রক্রিয়ার মধ্যে, মলে আরও ফ্লোর যোগ করবে মার্লিন গোষ্ঠী। এর পাশাপাশি দোকানের জন্য লিজ দেওয়ার মতো স্থানও বাড়ানো হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, পাহাড়পুর গ্রুপ এটিকে ওপেন এয়ার অ্যাট্রিয়াম ধরনের পরিকল্পনা নিয়ে তৈরি করছিল। তবে মার্লিন গ্রুপ সেই পরিকল্পনা থেকে সরে আসছে। তারা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হিসাবে মলটি গড়ে তুলতে চাইছে।
কসবায় এর আগে মার্লিন গোষ্ঠী অ্যাক্রোপলিস মল বানিয়েছে। সেই মল দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, পূর্ব ভারতের অন্যতম সফল মল সাউথ সিটি মলেরও অংশীদার মার্লিন গোষ্ঠী। পশ্চিমবঙ্গে মার্লিন গোষ্ঠীর রিয়েল এস্টেট ব্যবসাও বেশ সফল।
'মল চালানোর জন্য অনেক দক্ষতার প্রয়োজন। আমরা বছরের পর বছর ধরে সেই জ্ঞান, অভিজ্ঞতা অর্জন করেছি। খুচরা বিক্রেতা এবং F&B অপারেটরদের সঙ্গে আমরা সুসম্পর্ক গড়ে তুলেছি,' টেলিগ্রাফকে জানিয়েছেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা।
তারাতলা থেকে আমতলা পর্যন্ত বিশাল এলাকাবাসীকে এই মল আকৃষ্ট করবে বলে মনে করছেন নির্মাতারা। এছাড়াও এই মলের ফলে কলকাতার এই অংশে শহর ও শহরতলির ক্রেতাদের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রায় ৩.৫ লক্ষ বর্গফুট প্রাইম রিটেল স্পেস থাকবে এই মলে। দেশ বিদেশের নানা নামী সংস্থার আউটলেট থাকবে সেখানে। মিড থেকে আপার সেগমেন্টের ক্রেতাদের কথা মাথায় রেখে মলের রিটেল আউটলেটের ছক কষা হচ্ছে।
এক্ষেত্রে উল্লেখ্য, কাছাকাছিই আরও একটি বড় মল গড়ে তোলা হচ্ছে। সেটি হল আলিপুরের ফিনিক্স মার্কেট সিটি। মুম্বইয়ের মল ডেভেলপার ফিনিক্স মিলস এবং কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড(CPPIB) এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে। পড়ুন সেই খবর: পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল হচ্ছে কলকাতায়! খরচ ৫৬০ কোটি টাকা, কোথায় জানেন?