ইংরেজবাজারের তৃণমূল নেতা বাবলা সরকার খুনে গ্রেফতার হয়েছেন শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। দলের নেতা খুনে তৃণমূলেরই নেতা গ্রেফতার হওয়ায় মুখ পুড়েছে শাসকদলের। সেই লজ্জা ঢাকতে এবার তড়িঘড়ি নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। জেলা তৃণমূল সূত্রে খবর, শীর্ষ নেতৃত্বের নির্দেশে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করা হয়েছে। দুপুরে সাংবাদিক বৈঠক করে সেকথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন দলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি।
গত ২ জানুয়ারি ইংরেজবাজারে নিজের পাইপ কারখানার কাছে খুন হন জেলা তৃণমূলে সহ সভাপতি বাবলা (দুলাল) সরকার। সেই ঘটনার তদন্তে নেমে একে একে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে ঘটনার ৭ দিন পর বুধবার তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। এর পর এক সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার বলেন, নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর সঙ্গী স্বপন শর্মাই খুনের মূল চক্রী। ৫০ লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করানো হয়েছে বাবলা সরকারকে। তবে কেন তাঁরা বাবলাকে খুন করিয়েছেন তা বলতে পারেনি পুলিশ।
দলের জনপ্রিয় নেতা খুনে দলেরই অন্য নেতার গ্রেফতারিতে চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল। ওদিকে নন্দু তিওয়ারির গ্রেফতারির পর নিজেদের প্রাণের আশঙ্কার কথা জানিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানাতে থাকেন তৃণমূল নেতারা। এই পরিস্থিতিতে অস্বস্তি কিছুটা কমাতে নন্দু তিওয়ারিকে বহিষ্কারের পথে হাঁটল তৃণমূল। পুলিশ হেফাজতে থাকা নন্দু তিওয়ারিকে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে জেলা তৃণমূলের তরফে।