গত কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এর আগে রাজ্যে মে মাসে তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল প্রায় ৪৭ ডিগ্রিতে। তবে গত কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ সেই ঘরের আশেপাশে না থাকলেও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরমে ছটফট করছে রাজ্যবাসী। এর মধ্যে বেশ কিছু জেলায় আবার তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। ঠিক সেই আহবে বাঁকুড়া জেলায় অস্বাভাবিক মৃত্যু হল এক টোটো চালকের। পরিবার এবং পুরসভার দাবি, গরমের জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃতের নাম শোভন পূজারী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরে। তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে হিট স্ট্রোকে একদিনে ১৭ জনের মৃত্যু, রেকর্ড মৃত্যুর সংখ্যায় তুমুল আলোড়ন
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাঁকুড়ার ইন্দপুর ব্লকের পায়রাচালি গ্রামের বাসিন্দা। তিনি বাঁকুড়া ১ নম্বর ব্লকের আঁচুড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। সেখান থেকে নিকটেই অবস্থিত বাঁকুড়া শহর। প্রতিদিন সেখানে টোটো চালাতে যেতেন শোভন। মঙ্গলবারও সেরকম টোটো চালাতে গিয়েছিলেন ওই যুবক।
টোটো চালানোর সময় তিনি অসুস্থ বোধ করেন। প্রবল তৃষ্ণায় ছটফট করতে থাকেন। তখন পাঁচবাগা এলাকার একটি নলকূপের জল পান করেন। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন গরমের কারণেই যুবকের মৃত্যু হয়েছে নাকি জল থেকে বিষক্রিয়া হয়েছে তা খতিয়ে দেখার জন্য যুবকের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পরেই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।