পূর্ব মেদিনীপুরের রামনগরে শপিং মলে ঢুকে মালিককে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্তকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পরিবারের দাবি, যুবক মানসিক ভারসাম্যহীন। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফু়টেজ।দোকানের এক কর্মী জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি বিকেলে রানিসাই শপিং মলে আসেন এক যুবক। জানতে চান মালিক কোথায়? তার সঙ্গে কথা আছে। একথা শুনে মালিককে ফোন করেন ওই কর্মচারী। কিছুক্ষণ পর শপিং মলে পৌঁছন মালিক। তিনি কাচের দরজা ঠেলে দোকানে ঢুকতেই শপিং মলের টেবিলে রাখা একটি কাঁচি নিয়ে তাঁকে কোপাতে শুরু করেন যুবক। কর্মীরা এসে কোনওক্রমে মালিককে রক্ষা করেন। এর পর ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন শপিং মলের মালিক। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। আহত শপিং মল মালিকেকে চিকিৎসা হয়েছে হাসপাতালে।যুবক রামনগরের মিরগোদার বাসিন্দা বলে জানা গিয়েছে। যুবকের পরিবার জানিয়েছে, যুবক মানসিক ভারসাম্যহীন। এর পর যুবককে ছেড়ে দেন তদন্তকারীরা।এই ঘটনায় এলাকার ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভর সন্ধ্যায় শপিং মলে ঢুকে মালিককে কোপানোর ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।