মালদার গাজোলের আকালপুর এলাকায় পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা। আগুন জ্বলল বাড়ি - গাড়িতে। আহত দুই পক্ষের ৭ জন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে এল দমকলের একটি ইঞ্জিন। এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে।জানা গিয়েছে, গাজোল ২ নম্বর অঞ্চলের শ্যামপুর গ্রামে রয়েছে দুটি পুকুর, এই পুকুরের দখল নিয়ে ৫ বছর ধরে মামলা চলছে আদালতে। জারি রয়েছে স্থগিতাদেশ। সোমবার পুকুরের দখল নিয়ে ফের গ্রামে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে আকালপুর এলাকায় পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়ির সামনে দিয়ে গেলে তারা কাটারি নিয়ে অপর পক্ষের ওপর চড়াও হয়। এরপর শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রামাণিক ও মনোজ প্রামাণিক তাদের পরিবারের লোকজন এসে পরেশ সরকারদের বাড়িতে আগুন লাগিয়ে ধরিয়ে দেয় বলে অভিযোগ। দোকান বাড়িঘর ভাঙচুর করে প্রচুর ক্ষয়ক্ষতি করে।pঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।