রাতভর তল্লাশির পর বর্ধমানের হাতিশালের বাড়ি থেকে চিকিৎসক তপন কুমার জানাকে গ্রেফতার করল সিবিআই। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজকে ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতভর তল্লাশিতে ওই চিকিৎসকের বাড়ি থেকে ৫৪ লক্ষ নগদ, সোনা ও হিরের গয়না বাজেয়াপ্ত করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে চিকিৎসকের পরিবার।
শনিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান তপন কুমার জানার বর্ধমানের বাড়িতে হানা দেয় পুলিশ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটনমি বিভাগের প্রধান তপনবাবু জাতীয় মেডিক্যাল কমিশনের সমীক্ষক ছিলেন। তাঁর ওপর রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট দেওয়ার ভার ছিল। যে রিপোর্টের ওপর ভিত্তি করে বেসরকারি মেডিক্যাল কলেজগুলি অনুমোদন পেয়ে থাকে। তপনবাবুর বিরুদ্ধে কিডনি পাচারচক্রে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে।
অভিযোগ, বিভিন্ন মেডিক্যাল কলেজের হয়ে মিথ্যা রিপোর্ট দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তপনবাবু। কর্নাটকের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হয়ে ভুয়ো রিপোর্ট দেওয়ার বিনিময়ে ১০ লক্ষ টাকা নিয়েছেন বলে সরাসরি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে রবিবার বিশেষ সিবিআই আদালতে পেশ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিতে আবেদন জানিয়েছেন তাঁরা।
এই ঘটনায় রাজ্যে চিকিৎসাক্ষেত্রে শোরগোল পড়ে গিয়েছে। পরিকাঠামোহীন মেডিক্যাল কলেজে পড়ে আগামীতে কী ধরণের চিকিৎসক তৈরি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা। একই সঙ্গে চিকিৎসক জানার সঙ্গে এই চক্রে আর কারা যুক্ত রয়েছেন তা নিয়েও কানাঘুশো শুরু হয়েছে।