ট্যাব কেলেঙ্কারি নিয়ে হইচইয়ের পর বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল নবান্ন। কিন্তু তাতে কেলেঙ্কারি এড়ানো গেল কই? আবার সেই উত্তর দিনাজপুরেই উঠল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ। ঘটনায় প্রশাসনের একাংশ ও তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। ওদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনা উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের। সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা দিন কয়েক আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পেয়েছেন। অভিযোগ সেই টাকা গায়েব হয়ে গিয়েছে ব্যাঙ্ক অ্যাউন্ট থেকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পর ২০ হাজার টাকা তুলেছিলেন তিনি। বাকি টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। আরেক ব্যক্তি জানিয়েছেন, তিনি ১০ হাজার টাকা তুলেছিলেন তিনি। বাকি টাকা ধাপে ধাপে তুলে নিয়েছে কেউ। একথা জানিয়ে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা।
ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ওদিকে বিজেপির দাবি, এর পিছনে প্রশাসন ও তৃণমূলের একাংশের হাত রয়েছে। সরকারি টাকা গায়েব করার নতুন কোনও পদ্ধতি আবিষ্কার করেছে তারা।