বিভিন্ন জেলা থেকে প্রায়ই বোমা, গুলি উদ্ধার হচ্ছে। রবিবার পূর্ব বর্ধমানের গলসির ধান জমি থেকে পাঁচ জারিকেন বোমা উদ্ধার হয়। এবার সোমবার বোমাবাজির ঘটনা ঘটল দেগঙ্গায়। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। আর তার জেরে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা। দফায় দফায় বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। অনেকে আবার স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে রয়েছেন। তবে হতাহতের কোনও খবর নেই।
ঠিক কী ঘটেছে দেগঙ্গায়? স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার ঘটনাটি ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। এখানে দেগঙ্গার হাদিপুর ঝিকরা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আফজানগর এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই এলাকায় একটি জমি কেনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। সেই বচসা থেকেই আজ বোমাবাজির ঘটনা ঘটেছে। দু’পক্ষই দক্ষিণ আবজানগর গ্রামে একটি আম বাগানের মধ্যে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
আর কী জানা যাচ্ছে? সকাল থেকে এখানে বোমাবাজি শুরু হয়। আর তাতে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। বোমার শব্দে গ্রামবাসীরা ঘরে খিল আটকে বন্দি হয়ে থাকেন। তারপর খবর দেওয়া হয় দেগঙ্গা থানায়। তখন পুলিশ ঘটনাস্থলে এসে পড়ে থাকা বোমার নমুনা সংগ্রহ করে। গ্রামবাসীরা মুখ থেকে ঘটনার কথা শোনেন। যদিও কে বা কারা বোমাবাজি করেছে তা এখনও জানা যায়নি।