কখনও আইসক্রিম, আবার কখনও বিরিয়ানিতে পোকা থাকার অভিযোগে সম্প্রতি বাংলার বিভিন্ন জায়গায় শোরগোল পড়ে গিয়েছে। আর এবার পাউরুটির ভিতরে যা মিলল, তাতে হতবাক হয়ে গেলেন ক্রেতারা। পোকা নয়, এবার আধপোড়া বিড়ি পাওয়া গেল পাউরুটির ভিতরে। সাত-সকালে একজন ক্রেতা চায়ের দোকানে বসে পাউরুটিতে কামড় দিতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে বিড়ির টুকরো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে দোকানে ভাঙচুর চালান ক্ষুব্ধ ক্রেতারা।
আরও পড়ুন: চিকেন বিরিয়ানিতে কিলবিল করে বেড়াচ্ছে পোকা, শিলিগুড়িতে ব্যাপক উত্তেজনা
জানা গিয়েছে, বাদুড়িয়ায় একটি চায়ের দোকানে অন্যান্য দিনের মতো সকালে চা খেতে গিয়েছিলেন আজানুর রহমান নামে এক ব্যক্তি। সেই সময় তিনি ছাড়াও দোকানে অন্যান্য ক্রেতারা ছিলেন। আজানুর দোকান থেকে একটি পাউরুটি কিনে খেতে শুরু করেন। কয়েকবার কামড় দেওয়ার পরেই ওই পাউরুটির ভিতর থেকে বেরিয়ে আসে বিড়ির অংশ। তা দেখেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আজানুর-সহ অন্যান্য ক্রেতারা। এরপরেই তাঁরা ওই দোকান মালিকের ওপর চড়াও হন। তাঁকে মারধর করার পাশাপাশি ক্ষুব্ধ ক্রেতারা দোকানে ভাঙচুর চালান। দোকানদারের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ তোলেন তাঁরা।
জানা গিয়েছে, বাদুড়িয়ার হায়দারপুর এলাকার ওই চায়ের দোকান চালান শেখ মাসুদ নামে এক ব্যক্তি। তাঁকে মারধর করেন ক্রেতারা। যদিও ওই দোকানদার অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, প্রতিদিন তাঁর দোকানে পাউরুটি ডেলিভারি দিয়ে যান অন্য একজন। সেই পাউরুটিই তিনি বিক্রি করেন। পাউরুটির ভিতরে কী আছে সেটা কারও পক্ষে জানা সম্ভব নয়। ফলে পাউরুটির ভিতরে বিড়ি ছিল কিনা, তিনিও তা বুঝতে পারেননি।