গায়ে জড়ানো ভারতীয় পতাকা, মুহূর্মুহূ উঠছে 'জয় হিন্দ' ধ্বনি- হাওড়া স্টেশনে এভাবেই সাদরে অভ্যর্থনা জানানো হল বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পূর্বা এক্সপ্রেস ঢোকার পরেই বিএসএফ জওয়ানের কামরার সামনে থিকথিকে ভিড় দেখা যায়। কারও কারও হাতেই ছিল তেরঙা। সেই ভিড়ের মধ্যে ভারতীয় জওয়ানকে কোনওক্রমে ট্রেন থেকে নামানো হয়। এতটাই ভিড় ছিল যে পূর্ণমকে স্টেশনের বাইরে বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় রেল পুলিশকে। তারইমধ্যে বিএসএফ জওয়ান বলেন, ‘আপনাদের (প্রার্থনার) জন্যই আমি নিজের দেশে ফিরে আসতে ফিরতে পেরেছি।’
পহেলগাঁও হামলার পরদিনই ভুলবশত সীমান্ত পেরিয়ে যান পূর্ণম
আর এই দিনটার জন্য সেই ২৩ এপ্রিল থেকে অপেক্ষা করছেন সকলে। বিএসএফের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একদিন পরে (২৩ এপ্রিল) যখন পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে যখন ডিউটি করছিলেন, সেইসময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে যান। তারপরই তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। ২১ দিন পরে আট্টারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরানো হয় পূর্ণমকে।
আরও পড়ুন: 'পহেলগাঁওতে হাত পাকিস্তানের', ট্রাম্পের আমেরিকা যাই করুক, ভারতকে সমর্থন আরও এক 'সত্যিকারের বন্ধুর'
ভারতে ফেরার পরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় পূর্ণমকে
১৪ মে ভারতে ফিরলেও বাড়িতে ফেরার জন্য বিএসএফ জওয়ানকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হয়। তিনি ভারতে ফেরার পরই বিএসএফের তরফে জানানো হয়েছিল, পূর্ণমের পুরো শারীরিক পরীক্ষা করা হবে। করা হবে কাউন্সেলিং। তাঁকে যে ২১ দিন পাকিস্তানে আটকে রাখা হয়েছিল, সেই বিষয়ে 'প্রাসঙ্গিক' প্রশ্ন করা হবে। বিএসএফের কিষান গার্ডের (২৪ নম্বর ব্যাটেলিয়ন) জওয়ানকে কীভাবে পাকিস্তানি রেঞ্জার্স আটক করল, সেই সংক্রান্ত বিষয়েও বিস্তারিতভাবে জানতে চাওয়া হবে বলে জানিয়েছিলেন ভারতীয় সুরক্ষা বাহিনীর এক আধিকারিক।
আরও পড়ুন: 'আমরা জানি কীভাবে ভীতুগুলোকে…' সেনা আধিকারিকের মুখে জানুন অপারেশন সিঁদুরের অজানা কথা
আজই দিওয়ালি, উচ্ছ্বাসে ভাসছে পূর্ণমের পরিবার
আর সেইসব বিভিন্ন প্রক্রিয়ার পরে অবশেষে আজ বিকেলে হাওড়া স্টেশনে নামলেন পূর্ণম। হাওড়া থেকে হুগলির রিষড়ায় বাড়ি ফিরবেন বিএসএফ জওয়ান। সেজন্য বাড়িতে একেবারে সাজো-সাজো রব। উৎকণ্ঠার মুহূর্ত কাটিয়ে ছেলে ঘরে ফিরবেন বলে লুচি তৈরি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন মা।
আরও পড়ুন: পাক সেনার লুকানোর জায়গা নেই, স্পষ্ট ভাষায় মুনির বাহিনীকে সতর্ক করলেন ভারতীয় জেনারেল
বিশেষত পূর্ণম যখন পাকিস্তানে ছিলেন, সেইসময় জঙ্গি শিবিরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। কার্যত যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। ফলে পূর্ণমকে নিয়ে উদ্বেগ আরও বাড়ছিল। সেইসব উদ্বেগের রাত পেরিয়ে পূর্ণম অবশেষে বাড়ি ফেরার আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন ভারতীয় জওয়ানের স্ত্রীও। তিনি জানিয়েছেন, তাঁদের কাছে আজই দিওয়ালি।