রাজ্যে ফের জাল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে জনপ্রতিনিধির পদ হাতানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এবার কাঠগড়ায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতিপতি পম্পা পালের বিরুদ্ধে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, পম্পাদেবীর শিডিউল কাস্ট ও ওবিসি দুই রকম সার্টিফিকেটই রয়েছে। ২টি সার্টিফিকেটেরই ছবি প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন - মাটির সহনক্ষমতার বাইরে বর্জ্য, বেলগাছিয়া ভাগাড় নিয়ে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের
আরও পড়ুন - তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
আরও পড়ুন - যুবককে উত্তর কলকাতার যৌনপল্লিতে আটকে চলল ব্ল্যাকমেল, মোটা টাকা নিতেই গ্রেফতার
সোশ্যাল মিডিয়ায় সুকান্তবাবু লিখেছেন, ‘শাসকদল তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের জমানায় কিভাবে অবৈধ শংসাপত্র তৈরির রমরমা করবার চলছে তা আবার একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেলো! গতকাল করণদীঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের স্ত্রী শ্রীমতি পম্পা দেবী, যিনি আবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতির পদেও রয়েছেন, তিনি ডালখোলায় একটি প্রকাশ্য ধর্ম সম্মেলনে পরমপূজ্য পূর্নব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে সম্বোধন করে সমগ্র মতুয়া ধর্মাবলম্বী ভাই-বোনদের অসম্মান করেছিলেন। সেই একই ব্যক্তির নামে দুইটি সার্টিফিকেট দেখুন -- ২০/০২/২০১৪ তারিখে যাঁর নামে সাব ডিভিশনাল অফিস থেকে 'ওবিসি সার্টিফিকেট' ইস্যু করেছিল, তাঁর নামেই আবার আরও একটি 'এস সি সার্টিফিকেট' ইস্যু করা হয়েছে ১১/০৮/২০২৩ তারিখে।