বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব বিভিন্ন সময়ে নিজের অবস্থান বদল করে ফেলেন। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে নানান রকমের প্রভাব পড়ে। বলা হয়, শনিদেব, একজন জাতক জাতিকাকে তাঁর কাজের নিরিখে ফলদান করে থাকেন। বর্তমানে শনিদেব রয়েছেন মীন রাশিতে। আর এই রাশিতে তিনি ২০২৭ সাল পর্যন্ত থাকবেন। শনিদেবের স্থিতিতে এবার বেশ বদল আসতে চলেছে। শনিদেব ১৩৮ দিন পর্যন্ত উল্টো চালে হাঁটার পর এবার সোজা চালে আসবেন। কবে তাঁর সোজা চলন শুরু হবে? তাতে কারই বা লাভ? দেখে নিন জ্যোতিষমত।
কুম্ভ
শনির মার্গী চালে অনুকূল প্রভাব পড়তে চলেছে। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যার এবার শেষ হবে। এই সময় সাহস আর আত্মবিশ্বাসের সঙ্গে চলার পথে এগোতে হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। চাকরিরতদের জন্য এই সময় ভালো। প্রমোশনের সঙ্গে সঙ্গে নতুন দায়িত্ব আসবে। চাকরিরতদরা লাকি প্রমাণিত হতে পারেন। কর্মস্থলে আপনার ভালো সময় কাটবে। বড় কোনও দায়িত্ব আসবে। প্রতিযোগিতার পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁরা পাবেন লাভ। সরকারি চাকরি পাওয়ার যোগ পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
( বহু দশক পর বুধের রাশিতে ঘটতে চলেছে বিরল ঘটনা! লাভের অঙ্কে এগিয়ে ৩ রাশি)
( দেবগুরু বৃহস্পতি স্বয়ং কৃপা করেন এই রাশিগুলিকে! কী মেলে ভাগ্যে?)
মকর
এই রাশির জাতক জাতিকার জন্য শনিদেবের মার্গী রূপ বেশ ফলদায়ী হবে। এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা কাজ এবার শুরু হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে কোনও ঝামেলা ঝঞ্ঝাট থাকলে, তা কেটে গিয়ে ভালো সম্পর্ক হতে পারে। এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমের প্রশংসা পাবেন। প্রমোশন আসার ফলে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। জীবনে আসতে পারে নানান আনন্দ।
তুলা
শনিদেবের উল্টো চালের ফলে যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, তা থেকে মুক্তি পেতে পারেন। দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মস্থলে আপনার দাপট বজায় থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ হতে পারে। আপনার পরিশ্রমের সুফল পাবেন। সমাজে বাড়বে মান সম্মান।
কবে শনিদেবের সোজা চাল হবে?
নভেম্বরে শনিদেবের সোজা চাল শুরু হবে। ২৮ নভেম্বর সকালে ৯ টা ২০ মিনিটে মীন রাশিতে মার্গী অবস্থায় যাবেন শনিদেব। গুরুর রাশিতে শনিদেব মার্গী হওয়ার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)