একটিই বাড়ি থেকে কিলবিলিয়ে বের হল ৬০ টি সাপ! এরপর কী ঘটল?
আতঙ্কের প্রহল উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে। সেখানে একটি এলাকায় একটি মাত্র বাড়ি থেকে কিলবিলিয়ে ৬০ টি সাপ উদ্ধার হয়। মূলত ডিম ফুটে সাপের বাচ্চাগুলি বের হয়েছে। আর সেই কারণেই একসঙ্গে ৬০ টি সাপের বাচ্চা উদ্ধার হয়েছে। এছাড়াও সাপের ৭৫ টি ডিম উদ্ধার হয়েছে। ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। তাঁরা বলছেন, আতঙ্কের জেরে তাঁরা বাড়িতে ঢুকতেও ভয় পাচ্ছেন। বহুদিন ধরে এলাকায় জল দাঁড়ানোর সমস্যা নিয়েও সরব হয়েছেন এলাকাবাসীরা। এদিকে ওই উদ্ধার হওয়া সাপ কাছেই একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।