Viral Video: হলদিয়ায় কারখানার তেলের পাইপলাইনে ফুটো, 'তেল নদী'তে জমল ভিড়
Updated: 29 Aug 2024, 04:25 PM IST Sritama Mitra এই দৃশ্য হলদিয়ার। সেখানে এক ভোজ্য় তেল প্রস্তুতকারক সংস্থার কারখানায় পাইপলাইন ফুটো হওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই সেখানে কারখানার ওই ফুটো পাইপলাইন সংলগ্ন একটি সরু খালে ভিড় দেখা যায়। খালে নেমে তেল সংগ্রহ করতে উদ্যত হন এলাকাবাসী। বাটি, গামছা, বালতি নিয়ে সকলে সেখানের 'তেল-নদী'তে নেমে পড়েন।