Updated: 26 Dec 2024, 09:19 PM IST
Laxmishree Banerjee
তাপমাত্রা নেমে হিমাঙ্কের নিচে। বারামুল্লার সোপোরে জল জমে হয়ে গিয়েছে বরফ, 'ফ্রোজেন' জলাশয়। সেই স্বর্গীয় সুযোগ হাতছাড়া করছে না ছোটরা। ব্যাট-বল নিয়ে ক্রিকেট খেলতে ব্যস্ত তারা। বরফ জমা ওই 'ফ্রোজেন' জলাশয় এখন ছোটদের ক্রিকেট খেলার মাঠে পরিণত হয়েছে। ২৬ ডিসেম্বর সেই মুহূর্তই এল প্রকাশ্যে।