ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস,অ্যাভেঞ্জার্সের সঙ্গে মলাঙ্গের তুলনা টানলেন দিশা পাটানি!
শুক্রবার মুক্তি পেতে চলেছে আদিত্য রয় কাপুর ও দিশা পাটানি জুটির মলাঙ্গ। ছবি নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একান্ত আলাপচারিতায় এয়ারফোর্স পাইলট হওয়ার স্বপ্ন দেখা দিশা কথা বললেন নিজের ব্যক্তিগত জীবন থেকে ফিল্মি কেরিয়ার নিয়ে, আদিত্যও শেয়ার করলেন কেমনভাবে অভিনয়কে পেশা হিসাবে বেছে নিলেন তিনি। পরিচালক মোহিত সুরির এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে চার চরিত্র, খুন করা যাদের জীবনযাপনের অঙ্গ। দিশা-আদিত্য ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর ও কুণাল খেমু। সাক্ষাত্কারের দিশা মলাঙ্গের তুলান টেনে বসেছেন হলিউডের জনপ্রিয় দুই ছবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এবং অ্যাভেঞ্জার্স।