বাংলা নিউজ > টেকটক > WhatsApp Update: মেসেঞ্জারের মতোই ইমোজি দিয়ে মেসেজে রি-অ্যাক্ট করতে পারবেন WhatsApp-এ!
নতুন মেসেজে রি-অ্যাকশন ফিচারের বিষয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। শীঘ্রই আপডেটে আসতে পারে নয়া ফিচার। অর্থাত্ ঠিক ফেসবুক মেসেঞ্জারের মতোই ইমোজি দিয়ে মেসেজের রি-অ্যাক্ট করা যাবে।
আগেই WABetaInfo কিছু বেটা ভার্সনের সেটিংসে এই ফিচারের টেস্টিংয়ের খবর প্রকাশ করেছিল। প্রাথমিকভাবে WhatsApp এটি সমস্ত iOS বেটা ভার্সনেই এনেছে। টেস্ট সফল হলে তারপর এটি অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনেও আসবে। তারপরে মেন ভার্সনেও আসতে পারে এই ফিচার।
আরও পড়ুন : Viral: ভাঁজ করে দেশলাই বাক্সে ভরা যাবে শাড়ি! বাজিমাত শিল্পীর
এই ফিচারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইচ্ছামতো মেসেজের রি-অ্যাকশন দিতে পারবেন। WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই এই ফিচারটি প্রকাশ করবে।আরও পড়ুন : ফোন চুরি হলে Paytm/Gpay কীভাবে ব্লক করবেন? জেনে রাখুন, কাজে লাগতে পারে