তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত শতরান করেন বিরাট কোহলি। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্য়ে ৮৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরির গণ্ডি টপকে যান তিনি। সেই সুবাদে কোহলি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এটি ৪৬ নম্বর শতরান। সচিন তেন্ডুলকর ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি ৪৯টি সেঞ্চুরি করেছেন। সুতরাং, ওয়ান ডে সেঞ্চুরির নিরিখে সচিনকে ছুঁয়ে ফেলতে বিরাটের দরকার মাত্র ৩টি শতরান।
তিন ফর্ম্যাট মিলিয়ে সচিনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন বিরাট। সার্বিকভাবে কোহলির এটি কেরিয়ারের ৭৪ নম্বর শতরান। সুতরাং তেন্ডুলকরের থেকে এখনও ২৬টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বিরাট।
আরও পড়ুন:- ১৫ জানুয়ারির সঙ্গে কোহলির মাখোমাখো সম্পর্ক, ব্যাট করতে নামলেই সেঞ্চুরি বাঁধা! দেখুন চমকপ্রদ পরিসংখ্যান
উল্লেখযোগ্য বিষয় হল, গ্রিনফিল্ডে সেঞ্চুরি করার পথে কোহলি ওয়ান ডে কেরিয়ারে রান সংখ্যার নিরিখে সার্বিক তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন। তিনি টপকে যান শ্রীলঙ্কার প্রাক্তন দলনায়ক মাহেলা জয়াবর্ধনেকে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহিলর থেকে বেশি রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জয়সূর্য।
গ্রিনফিল্ডে বিরাট কোহলি ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। ফলে ২৬৮টি ওয়ান ডে ম্যাচের ২৫৯টি ইনিংসে কোহলির ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ১২৭৫৪ রান। জয়াবর্ধনে ৪৪৮টি ওয়ান ডে ম্য়াচের ৪১৮টি ইনিংসে ১২৬৫০ রান সংগ্রহ করেছেন।
আরও পড়ুন:- IND vs SL: দুরন্ত শতরানে সচিনের ঘাড়ে নিঃশ্বাস কোহলির, ODI রানে জয়াবর্ধনেকে টপকে পাঁচে উঠলেন বিরাট
ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহ করা ছয় ব্যাটসম্যান:-১. সচিন তেন্ডুলকর: ৪৬৩ ম্যাচের ৪৫২টি ইনিংসে ১৮৪২৬ রান।২. কুমার সাঙ্গাকারা: ৪০৪ ম্যাচের ৩৮০টি ইনিংসে ১৪২৩৪ রান।৩. রিকি পন্টিং: ৩৭৫ ম্যাচের ৩৬৫টি ইনিংসে ১৩৭০৪ রান।৪. সনৎ জয়সূর্য: ৪৪৫ ম্যাচের ৪৩৩টি ইনিংসে ১৩৪৩০ রান।৫. বিরাট কোহলি: ২৬৮ ম্যাচের ২৫৯টি ইনিংসে ১২৭৫৪ রান।৬. মায়েলা জয়াবর্ধনে: ৪১৮ ম্যাচের ৪১৮টি ইনিংসে ১২৬৫০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।