প্রথম বিদেশি কোচ হিসাবে একই সঙ্গে জাতীয় দল এবং ক্লাবের কোচ হওয়ার নজির গড়েছেন মানোলো মার্কুয়েজ। তিনি ভারতীয় ফুটবল দলের পাশাপাশি এফসি গোয়া দলকে কোচিং করাচ্ছেন। চলতি ইন্ডিয়ান সুপার লিগে বেশ ভালো ছন্দে রয়েছে গোয়া। ১৭ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সন্দেশ-ব্র্যান্ডনদের দল। তবে জাতীয় দলের কোচ হিসাবে শুরুটা ভালো হয়নি মার্কুয়েজের। দীর্ঘদিন ধরে জয়ের মুখ দেখেনি ভারত। ফিফার ক্রমতালিকায় পিছতে পিছতে বর্তমানে ১২৬ নম্বরে। এরকম পরিস্থিতিতে কী ভাবছেন ভারতীয় দলের হেডস্যার? সম্প্রতি সেই বিষয়ে খোলামেলা আলোচনা করলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে।
যেই ভাবে জাতীয় দল এবং ক্লাবের দায়িত্ব সামলাচ্ছেন:
মানোলো মার্কুয়েজ জানিয়েছেন যে জাতীয় দল এবং ক্লাবের কোচিং করানোটাকে আলাদা ভাবে দেখেন না। তিনি বলেন, ‘আমি দু’টোকে আলাদা ভাবে দেখি না। শুরুটা একটু কঠিন ছিল, কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে জাতীয় দলের খেলা ছিল এবং এফসি গোয়ার শুরুটা ভালো ছিল না। লোকে বিষয়টি নিয়ে সমালোচনা করছিল। তবে আমি সব সময় মনে করি, আমি যখন টাকা পাচ্ছি তখন এই সমালোচনা শোনা আমার প্রাপ্য। আর ডাবল রোল প্রসঙ্গে বলতে গেলে, এটা সাধারণ বিষয় নয়, তবে এটা প্রথমবার হচ্ছে এমন কিছুও নয়।’
ভারতীয় ফুটবলারদের নিয়ে যা মনে করেন কোচ:
প্রায়শই বলা হয় যে ভারতীয় ফুটবলারদের মাসিকতা অন্যান্য দেশের ফুটবলারদের মতো নয়। এই কারণেই সফল হচ্ছে না দেশ। তবে এমনটা মনে করেন না মানোলো মার্কুয়েজ। তিনি বলেন, ‘আমি ঠিক করেছি ভারতবর্ষকে নিয়ে একটা বই লিখব, যার নাম রাখব- ইন্ডিয়ান মেন্টালিটি। এখানে প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু লাগাতার ভালো পারফরম্যান্স করতে পারছে না। আমি এখানে যখন আসি, লক্ষ্য করি ফুটবলাররা প্রথম সেশনে দুর্দান্ত খেলছে। কিন্তু দ্বিতীয় সেশনে একদমই খারাপ। গত মরশুমে যারা খারাপ খেলেছিল তারা এই মরশুমে ভালো খেলছে। কিন্তু ধারাবাহিকতা নেই। ভারতীয় ফুটবলে এটারই অভাব রয়েছে।’
ভারতীয় ফুটবলে যা পরিবর্তন করতে চান মানোলো:
ভারতীয় দলের কোচ মনে করছেন যে এখন সবকিছু ছেড়ে তৃণমূল স্তরে ফোকাস করা উচিত ফেডারেশনের। তিনি বলেন, ‘জাতীয় দল এখন কম গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তৃণমূল স্তরে কিভাবে উন্নতি করা যায় তাতে ফোকাস করতে হবে। ফেডারেশনের ভিশন ২০৪৭ রয়েছে, কিন্তু এখনই যদি কাজ শুরু না করা হয় তবে ওটা ভিশন ২০৯৭ হয়ে যাবে। এখানে প্রতিভার অভাব নেই, আপনাকে যা করতে হবে এখনই করতে হবে। আপনি যদি গোয়ার অনুর্ধ্ব ১৩, ১৫, ১৭ দলের ফুটবলারদের দেখেন তাহলেই বুঝতে পারবেন। সেখানে স্পেনের থেকে ভালো অথবা সমান মানের ফুটবলার রয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘কিন্তু এখানে ডেভলপমেন্ট পদ্ধতি আলাদা। এখানে তো ছেলেরা পরিক্ষার কারণে অনুশীলনে আসা বন্ধ করে দেয়। নিয়মিত অনুশীলনে আসে না। কিছু ক্ষেত্রে অনেকটা পথ অতিক্রম করে অনুশীলনে আসতে হয়। আমায় যখন কেউ প্রশ্ন করে কবে ভারত বিশ্বকাপ খেলবে, আমি তখন বলি ক্ষমা করো এটা আমার শেষ প্রশ্ন। সব কিছু প্রথম থেকে শুরু করতে হবে। ’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।