বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup: সুর্নিদিষ্ট পরিকল্পনা না থাকলে ম্যাচ কঠিন হয়- মাজিয়ার বিরুদ্ধে সাবধানী মোহনবাগান কোচ ফেরান্দো
পরবর্তী খবর
AFC Cup: সুর্নিদিষ্ট পরিকল্পনা না থাকলে ম্যাচ কঠিন হয়- মাজিয়ার বিরুদ্ধে সাবধানী মোহনবাগান কোচ ফেরান্দো
2 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 10:32 PM ISTTania Roy
মাজিয়া আর মোহনবাগান সব মিলিয়ে মোট ছ’বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে কলকাতার দল। মাজিয়া জিতেছে দু’বার। বাগান চাইবে, তাদের সাম্প্রতিক জয়ের ধারা এএফসি কাপের ম্যাচেও বজায় রাখতে।
মোহনবাগানের অনুশীলন।
আইএসএলের শুরুটা ধামাকাদার করেছে মোহনবাগান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আইএসএলে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করে রেখেছে। তবে এবার তাদের ফোকাস একটু সরাতে হচ্ছে আইএসএল থেকে। কারণ সোমবার এএফসি কাপের ম্যাচ রয়েছে। যে ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের।
মোহনবাগান এই মরশুমে এখনও পর্যন্ত বেশ ভালো ছন্দে রয়েছে। তারা ডুরান্ড কাপ জিতেছে। আইএসএলেও ভালে খেলছে। সেখানে মাজিয়াও কিন্তু তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে কলকাতায় পা রেখেছে। সুতরাং, তারাও যে দুর্বল দল, এ কথা একেবারেই বলা যায় না।
গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায় বাগান ব্রিগেড।
তাই এই বছর আইএসএলের পাশাপাশি এএফসি কাপকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, ‘আইএসএলে এবারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভালো ফল করার।’
এএফসি কাপের গ্রুপ ‘ডি’তে রয়েছে মোহনবাগান। এই গ্রুপের শীর্ষস্থান দখল করে রেখেছে জুয়ান ফেরান্দোর ছেলেরাই। এই গ্রুপে মোহনবাগানের সঙ্গে রয়েছে ওডিশা এফসি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মাজিয়া এসআরসি।
মাঠে নামার আগে বরাবরের মতোই সতর্ক সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মাজিয়ার বিরুদ্ধে ম্যাচটি সহজ হবে না জানি। কিন্তু যেহেতু আমরা ঘরের মাঠে খেলব, তাই তিন পয়েন্ট জিততেই হবে আমাদের। আমাদের এই সপ্তাহে দু'টি ম্যাচ খেলতে হবে। তবে এই মুহূর্তে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা পুরোপুরি তৈরি। এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রত্যেক ম্যাচে নামা খুবই জরুরি। না হলে ম্যাচ জেতা কঠিন হবে। এই ম্যাচে দলের খেলোয়াড়দের শারীরিক দিকের চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। মানসিক ভাবে তারা কতটা তরতাজা হয়ে মাঠে নামবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।