চ্যাম্পিয়ন দলের হয়ে মাঠে নেমে, এমনকি গোল করেও একজন ফুটবলার চ্যাম্পিয়নশিপ মেডেল নাও পেতে পারেন। এমনই নিয়ম রয়েছে প্রিমিয়র লিগে। এবারের প্রিমিয়র লিগে লিভারপুলের এমন দু'জন ফুটবলার রয়েছেন, যাঁরা লিগ চ্যাম্পিয়ন হওয়ার মেডেল নিজেদের সংগ্রহে রাখার সুযোগ নাও পেতে পারেন।
রবিবার শেষ হয় ২০২৪-২৫ প্রিমিয়র লিগ মরশুম। লিভারপুল চার ম্যাচ আগেই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে। ররিবার লিগের অভিযান শেষে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। মহম্মদ সালাহদের গলায় ঝোলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পদক। তবে লিভারপুলের দুই ফুটবলার ভিটেজস্লাভ জারোস ও জয়ডেন ডানসের পদক পাওয়া নিশ্চিত নয়। ক্লাবের উপর নির্ভর করছে তাঁদের মেডেল গলায় ঝোলানো।
প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন দলকে ২টি ট্রফি দেওয়া হয়। একটি নিজেদের কাছে রেখে দেওয়ার জন্য এবং অন্যটি প্রিমিয়র লিগের সম্পত্তি, যা ফেরত দিতে হয় কর্তৃপক্ষকে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ৪০টি মেডেল। ৫.৭ সেন্টিমিটার ব্যাসের সেই মেডেল রুপোর তৈরি। চ্যাম্পিয়ন ক্লাব ঠিক করে সেই ৪০টি পদক খেলোয়াড়, ম্যানেজার ও সাপোর্ট স্টাফদের মধ্যে কাদের হাতে তুলে দেবে।
চ্যাম্পিয়ন দলের কারা মেডেল পাওয়ার যোগ্য?
উল্লেখযোগ্য বিষয় হল, চ্যাম্পিয়ন দলের হয়ে সেই মরশুমে অন্তত ৫টি ম্যাচে মাঠে নামা ফুটবলাররাই কেবল পদক পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ, যাঁরা চ্যাম্পিয়ন দলের হয়ে অন্তত ৫টি ম্যাচ খেলেছেন, তাঁদের পদক দিতেই হবে। বাকিদের বিষয়টা নির্ভর করছে ক্লাবের উপরে। কেননা প্রিমিয়র লিগের তরফে চ্যাম্পিয়ন দলকে নির্দিষ্ট সংখ্যক মেডেল দেওয়া হয়। খেলোয়াড় ছাড়াও কোচ ও সাপোর্ট স্টাফদেরও দাবি থাকে মেডেলের উপরে।
আরও পড়ুন:- আশার আলো দুই মুম্বইকর, ব্যর্থ মরশুমেও ব্যাটে-বলে উজ্জ্বল KKR-এর এই ৫ তারকা
কখন চ্যাম্পিয়ন দলকে নির্দিষ্ট সংখ্যার বেশি মেডেল দেওয়া হয়?
প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন দলকে ৪০টির বেশি পদক দিতে পারে, যদি সেই মরশুমে ৩৯ জনের বেশি ফুটবলার চ্যাম্পিয়ন দলের হয়ে অন্তত ৫টি ম্যাচে মাঠে নামে। অর্থাৎ লিগ কর্তৃপক্ষের তরফে ৩৯ জন ফুটবলার ও ম্যানেজারের জন্য পদক প্রদান করা হয়। ৫টি ম্যাচ খেলা মানেই অবধারিতভাবে তাঁদের পদক দিতে হবে। তাই ৩৯ জনের বেশি ফুটবলার যোগ্যতামান পূর্ণ করলে লিগ কর্তৃপক্ষের তরফে বেশি সংখ্যক পদক দেওয়া ছাড়া উপায় থাকে না।
এই মরশুমে লিভারপুল মোট ২৪ জন ফুটবলারকে প্রিমিয়র লিগে মাঠে নামায়। যাঁদের মধ্যে ২২ জন ফুটবলার ৫টির বেশি ম্যাচ খেলেছেন। সুতরাং, সেই ২২ জন ফুটবলারের পদক পাওয়া নিশ্চিত। কেবল ভিটেজস্লাভ জারোস ও জয়ডেন ডানস লিভারপুলের হয়ে লিগে ১টি করে ম্যাচ খেলেছেন। তাই তাঁদের পদক পাওয়া নিশ্চিত নয়। উল্লেখ্য, মহম্মদ সালাহ লিভারপুলের একমাত্র ফুটবলার, যিনি লিগের ৩৮টি ম্যাচেই মাঠে নেমেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।