ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের মামলাটি চলছে। এর মধ্যে দুজনের সম্পর্ক নিয়ে বড় আদেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২০২০২ সালের অগস্ট থেকে শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় আলাদা থাকেন। এরই মাঝে টিম ইন্ডিয়ার বাইরে থাকা শিখর ধাওয়ানকে স্বস্তি দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আসলে, ধাওয়ান আদালতে আবেদন করেছিলেন যে আয়েশা তাঁর মানহানির চেষ্টা করছেন। এই বিষয়ে আদালত আয়েশা মুখোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে, তিনি শিখর ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন অভিযোগ করতে পারবেন না।
আরও পড়ুন… ঝামেলা লেগেছিল বিরাট-রোহিতের মধ্যে, কষে ধমক দেন রবি শাস্ত্রী, ফাঁস হল পুরো ঘটনা
আয়েশা অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত নাগরিক। একে অপরকে ডেট করার পরে শেষ পর্যন্ত ২০১২ সালে ধাওয়ান ও আয়েশা বিয়ে করেন। এটি ছিল আয়েশার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ের পরে তাঁর দুটি মেয়ে রয়েছে। শিখর ধাওয়ানকে বিয়ে করার পর, ২০১৪ সালে তাদের একটি ছেলে হয়, যার নাম রাখা হয় জোরাওয়ার। ধাওয়ান এবং আয়েশার সম্পর্ক প্রায় ৮ বছর ধরে ভালোই ছিল, কিন্তু ২০২০ সাল নাগাদ দুজনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দেয়। এর পর শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায় আলাদা থাকতে শুরু করেন। আয়েশা বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন।
আরও পড়ুন… ভারতের পিচ নিয়ে কটাক্ষ হিলির, পালটা জবাব দিলেন সচিনদের প্রাক্তন কোচ
শিখর ধাওয়ান তাঁর আবেদনে বলেছিলেন যে আয়েশা তাঁর খ্যাতি নষ্ট করছেন এবং তাঁর কেরিয়ার নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বার্তা ফরোয়ার্ড করছেন। এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি হরিশ কুমার বলেছেন, ‘একজন ব্যক্তির খ্যাতি সকলের কাছে প্রিয় এবং এটি সর্বোচ্চ সম্পদ হিসাবে বিবেচিত হয়। ক্ষতির পরে বস্তুগত সম্পত্তি পুনরুদ্ধার করা যেতে পারে, কিন্তু খ্যাতি একবার ক্ষতিগ্রস্ত হলে খ্যাতি পুনরুদ্ধার করা যায় না।’
আদালত বলেছে, যদি ধাওয়ানের বিরুদ্ধে আয়েশার অভিযোগ থাকে, তাহলে তাঁকে আইনি সহায়তা নিতে হবে। এটি তাদের থামাতে পারে না, তবে ক্রিকেটারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা কোনও অবস্থাতেই অনুমোদিত নয়। আদালত ধাওয়ানের স্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন তাদের সন্তান জোরাওয়ারের সঙ্গে তাঁর বাবার মধ্যে দৈনিক ৩০ মিনিটের ভিডিয়ো কলের সুবিধা দেওয়া হয়। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।