Monsoon Retreat Latest Update by IMD: দক্ষিণবঙ্গের নীল আকাশ ফের ছেয়ে গেল ধূসর মেঘে, বর্ষা আর কবে থেকে বিদায় নেবে? Updated: 24 Sep 2024, 03:14 PM IST Abhijit Chowdhury বঙ্গোপসাগরের কাছে একটি সিস্টেম তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হয়ে মধ্য ভারতের দিকে সরে যেতে পারে। এরই মাঝে দেশ থেকে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের পালা। এবার দেরিতেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে জেনে নিন আইএমডি কী বলছে…