এক বছরে বাকি চারটি জাতীয় দল মোট যে পরিমাণ অনুদান পেয়েছে, সেটার পাঁচগুণের বেশি টাকা পেয়েছে বিজেপি। এমনই উঠে এল একটি রিপোর্টে। ওই রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস, আম আদমি পার্টি (আপ), সিপিআইএমের মতো দলের যেখানে অনুদান থেকে প্রাপ্ত অর্থ কমেছে, সেখানে বেড়েছে বিজেপির।