ফিরে দেখা ২০২০: ছক ভাঙার গল্পেই বাজিমাত ওটিটিতে, তারকা স্টেটাস নয় অভিনয়ই শেষ কথা Updated: 26 Dec 2020, 02:37 PM IST Priyanka Bose করোনা আবহে বছরের দীর্ঘ সময় জুড়ে সিনেমা হল বন্ধ থেকেছে, তাই বিনোদনের রসদ খুঁজছে দেশবাসীর সহায় একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। ওয়েব সিরিজের পাশাপাশি চলতি বছর একধিক ছবিও সরাসরি ওটিটিতে রিলিজ করেছে। পারফরম্যান্সের নিরিখে বাজিমাত করলেন কাঁরা?