Maha Nabami Horoscope: মহানবমীতে পাবেন অপার সাফল্য, জীবনে আসবে নয়া সম্ভাবনা - কোন রাশির কমন কাটবে? Updated: 21 Sep 2022, 04:29 PM IST Ayan Das Maha Nabami 2022 Astrology: আগামী ৪ অক্টোবর দুর্গাপুজোর (মহানবমী) পড়েছে। অর্থাৎ পুজো প্রায় শেষের পর্যায়ে চলে আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহানবমীর দিন কয়েকটি রাশির জাতকদের ভাগ্য ভালো থাকবে। কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকতে হবে।