NCET 2024 Exam Postponed: NEET বিতর্কের মধ্যেই অপর ১টি পরীক্ষা পিছিয়ে দিল NTA! এবার কী হবে? জানাল সেটাও Updated: 13 Jun 2024, 03:55 PM IST Ayan Das নিট পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক চলছে। গ্রেস মার্কস নিয়ে পড়ুয়ারা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আবহেই একটি পরীক্ষা স্থগিত করে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই পরীক্ষা কবে হবে, তা নিয়ে মুখ খুলল এনটিএ।