এবার টিসিএস তাদের ওয়ার্ক ফ্রম অফিসের কিছু আপডেট করল। ভারতীয় কর্মীদের জন্য় এই বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতি ত্রৈমাসিকে ব্যক্তিগত জরুরী অবস্থা( পার্সোনাল এমার্জেন্সি) ৬ দিন পর্যন্ত নেওয়া যেতে পারে। তবে পরবর্তী ত্রৈমাসিকে সেটাকে স্থানান্তর করা যাবে না।
একবার এন্ট্রিতে ৩০টি ব্যতিক্রমীকে সাবমিট করা যাবে। ব্যাকডেটেড এন্ট্রি বর্তমান তারিখ থেকে শুধুমাত্র দুটি পূর্ববর্তী তারিখ পর্যন্ত অনুমোদিত হবে, অনুপস্থিত ওয়ার্ক ফর্ম অফিস এন্ট্রি বিভাগটি বর্তমান মাসের জন্য় পরবর্তী মাসের ৫ তারিখ পর্যন্ত উত্থাপন করা যেতে পারে। সেই সঙ্গেই অফিসের আসার বিষয়টি ব্যতিক্রম খোঁজার জন্য একেবারে গোছা গোছা আবেদন বা ব্যাক এন্ড এন্ট্রি নিতে চাইছে না TCS।
কার্যত অফিসে যাতে কম আসতে হয় সেকারেণে অনেকেই নাকি অজুহাত খোঁজেন। সেক্ষেত্রে কি লাগাম টানছে টিসিএস? এই নতুন নির্দেশিকার জেরে কর্মীদের অফিসে আসার বিষয়টি আরও কড়াভাবে নিশ্চিত করতে চাইছে টিসিএস। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে গোটা বিষয়টি জানা গিয়েছে। তবে টিসিএসের কাছ থেকে এনিয়ে কোনও মন্তব্য মেলেনি ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ,এমনটাই জানা গিয়েছে ওই প্রতিবেদনে।