উড়ান সংস্থা ইন্ডিগোর এক বিমানকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগে দায়ের করা হল অভিযোগ! নিউজ এইটিন অনুসারে - ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল (২০২৫)। বিমানযাত্রী এক মহিলার দাবি, বেঙ্গালুরুর একটি উড়ানে সওয়ার থাকাকালীন তাঁর ৫ বছরের মেয়ের গলা থেকে একটি সোনার হার খোয়া যায়! ঘটনাটি ঘটে ইন্ডিগোর ৬ই ৬৬১ নম্বর উড়ানে। যেটি উড়ান শুরু করেছিল তিরুঅনন্তপুরম থেকে এবং তার গন্তব্য ছিল বেঙ্গালুরু। অভিযোগকারিণীর দাবি, বেঙ্গালুরু থেকে কানেক্টিং ফ্লাইটে কলকাতা ফেরার কথা ছিল তাঁর।
যিনি এই অভিযোগ দায়ের করেছেন, তাঁর নাম প্রিয়াঙ্কা মুখোপাধ্য়ায়। সেদিন বিমানে তাঁর সঙ্গে ছিল তাঁর দুই মেয়ে। যাদের একজনের বয়স ৫ বছর এবং অন্যজনের ২ বছর।
প্রিয়াঙ্কার দাবি, বিমান উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্য়েই তাঁর দুই মেয়ে নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। সেই সময় বাচ্চাদের সামলাতে সাহায্য করার জন্য এগিয়ে আসেন অদিতি অশ্বিনী শর্মা নামে এক জন বিমানসেবিকা। প্রিয়াঙ্কার দাবি, অদিতি তাঁকে বলেন - তিনি চাইলে তাঁর বড় মেয়েকে তাঁর কাছে দিয়ে দিতে পারেন। এবং ছোট মেয়েকে নিজের কাছে রাখতে পারেন। প্রিয়াঙ্কার দাবি, তিনি তেমনটাই করেছিলেন। বিমান অবতরণের কিছুক্ষণ আগেই অদিতি তাঁর বড় মেয়েকে তাঁর কাছে ফেরত দিয়ে যান।
প্রিয়াঙ্কার অভিযোগ, এরপরই 'আমি খেয়াল করলাম যে আমার বড় মেয়ের গলায় যে ২০ গ্রাম (প্রায়) ওজনের সোনার চেনটি ছিল, সেটি আর নেই! আমি অদিতিকে এ নিয়ে প্রশ্ন করি। কিন্তু, তিনি পুরো বিষয়টাই অস্বীকার করেন। এরপর আমি সিআইএসএফ-কে অভিযোগ করি। এবং ইন্ডিগো ও বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানাই।' টাইমস অফ ইন্ডিয়া-কে প্রিয়াঙ্কা নিজে অন্তত এমনটাই জানিয়েছেন।
প্রিয়াঙ্কার আরও অভিযোগ, 'আমরা যে সময়ে বেঙ্গালুরু বিমানবন্দরে নেমেছিলাম, সেই সময় থেকে একটানা সন্ধে পর্যন্ত আমি তেমন কোনও সাড়াই পাইনি কর্তৃপক্ষের তরফ থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে সাফ জানিয়ে দেয়, যেহেতু উড়ানে এই ঘটনা ঘটেছে, তাই আমাকে সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গেই এ নিয়ে কথা বলতে হবে। এবং পুলিশকে ঘটনা জানাতে হবে। আমি অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলাম।'
এরপর পুলিশ যখন ওই উড়ান সংস্থার সঙ্গে কথা বলে, তাদের জানানো হয় - অদিতিকে সেখানে কথা বলার জন্য পাওয়া যাবে না। একইসঙ্গে, এও জানানো হয়, এমন কোনও ঘটনা ঘটেছে বলে অদিতি স্বীকার করছেন না। এবং তিনি জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজেও এমন কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
যদিও পরবর্তীতে প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। কিন্তু, প্রাথমিক সমন্বয়ের অভাবে তদন্ত শুরু করতেই অনেকটা সময় চলে যায়। জানা গিয়েছে, বিমানের ভিতরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়াটাও নাকি বেশ জটিল বিষয়। ফলেও তাতেও তদন্তকারীদের সমস্য়ায় পড়তে হয়।
অন্যদিকে, এই ঘটনার পর ইন্ডিগোর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে অবহিত এবং যাত্রীর উদ্বেগ নিয়ে চিন্তিত। তারা আরও দাবি করেছে, সংস্থা এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছে।
শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনার তদন্ত চললেও কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।