এআই গবেষক ও পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের পডকাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সেই পডকাস্টের বিষয়টি সামনে এসেছে। সেখানে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, আরএসএসের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কিত বিষয়ে খোলাখুলি মন্তব্য করেছেন।
মোদী বলেন, আমার শক্তি আমার নামের মধ্য়ে নিহিত নেই, ১.৪ বিলিয়ন ভারতীয়র ব্যাকিং রয়েছে। যখনই আমরা শান্তির কথা বলি গোটা বিশ্ব আমাদের কথা শোনে। কারণ ভারত হল মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের মাটি।
তিনি বলেন, যখন আমি বিশ্ব নেতাদের সঙ্গে হাত মেলাই তখন সেটা মোদী নন, ১.৪ বিলিয়ন ভারতীয় সেটা করছেন। আমার শক্তি আমার নামের মধ্যে নেই, এটা ১.৪ বিলিয়ন ভারতীয় পেছনে রয়েছেন। আর রয়েছে দেশের সংস্কৃতি ও হেরিটেজ।
তিনি মহাত্মা গান্ধীর জন আন্দোলনের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বেশ জোরের সঙ্গে বলেন, সমাজের ঐক্যবদ্ধ শক্তি সেটা হল সীমাহীন। তিনি বলেন, মহাত্মা গান্ধী বিংশ শতাব্দীর মহান নেতা নন, তিনি একবিংশ শতাব্দীর মহান নেতা। আগামী শতাব্দীরও তিনি বৃহত্তম নেতা হিসাবে থাকবেন।