অরবিন্দ কেজরিওয়ালকে নয়াদিল্লি কেন্দ্র থেকে হারিয়েছিলেন। এরপর থেকেই মনে করা হয়েছিল পরবেশ বর্মাকে হয়ত মুখ্যমন্ত্রী করা হতে পারে দিল্লির। তবে রাজস্থান, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশের মতো দিল্লিতেও মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে চমক দিল বিজেপি। তুলনামূলক অচেনা রেখা গুপ্তাকে করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী। আজ তিনি শপথগ্রহণ করবেন দিল্লির রামলীলা ময়দানে। এদিকে তাঁর সঙ্গে কারা কারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন? সেই তালিকা প্রকাশিত হয়েছে। গ্যাজেট অনুসারে, মুখ্যমন্ত্রী না হতে পারলেও কেজরিকে হারানো পরবেশকে দিল্লির মন্ত্রী করা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রেখা গুপ্তার ডেপুটি হতে চলেছেন পরবেশ। (আরও পড়ুন: পরবেশ সহ বাকি হেভিওয়েটদের বদলে কেন তাঁকেই করা হল CM? কে এই রেখা গুপ্তা?)
আরও পড়ুন: মোদীকে হারাতেই কি $২১ মিলিয়ন খরচ USA-র? 'ভারতকে বলতে হবে…', বিস্ফোরক খোদ ট্রাম্প
আরও পড়ুন: 'বাধ্য করলে আমরা কিন্তু…', বাংলাদেশে ঘুরঘুর করা পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
দিল্লির ৭ সদস্যের ক্যাবিনেটে পরবেশ সাহিব সিং ছাড়াও আছেন আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং। এরা সবাই আজ দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নেবেন রামলীলা ময়দানে। এদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে রেখা গুপ্তা, পরবেশ সহ এই বাকি 'হবু' মন্ত্রীরা ইতিমধ্যেই দেখা করেছেন। উল্লেখ্য, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মধ্যে হয়ত সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে হারানো পরবেশ বর্মার নাম নিয়ে। তবে সবাইকে হতবাক করে দিয়ে প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী করছে বিজেপি। এই আবহে দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হবেন তিনি। (আরও পড়ুন: 'রাজ্য পতাকা'র দাবি TMC-র মনোরঞ্জনের, BJP-র প্রশ্ন - 'এরপর পৃথক নোট ছাপনো হবে?')
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনই জঙ্গি হামলা পাকিস্তানে, সব মিলিয়ে কয়েক ঘণ্টায় মৃত…
আরও পড়ুন: আমেরিকা থেকে পানামায় ৩০০ অবৈধবাসী, আছেন ভারতীয়ও, সাহায্যের আর্তি অনেকের
পরবেশ, সতীশ উপাধ্যায়, বিজেন্দর গুপ্তারাই পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছিলেন। উল্লেখ্য, এই তিনজনের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলেই জোর জল্পনা ছিল রাজনৈতিক মহলে। তবে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে মহিলা এবং বণিকদের ভোট সমীকরণ মেলানোর চেষ্টা করেছে বিজেপি। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে, শালিমার বাগ (উত্তর-পশ্চিম) কেন্দ্র থেকে রেখা গুপ্তা ৬৮,২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার রামলীলা ময়দানে নিজের ক্যাবিনেট সদস্যদের সঙ্গে শপথ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য শীর্ষ বিজেপি নেতাদের উপস্থিতিতে শপথ নেবেন রেখা, পরবেশরা।