একাধিকবার সময়সীমা পিছিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। শেষবার ৩১ মার্ক ২০২২-এ লিঙ্ক করার শেষ দিন ছিল। কিন্তু পরে আরও কিছুটা সময় দেওয়া হয়। তবে এবার আর বেশি সুযোগ না-ও দেওয়া হতে পারে।
আধার-প্যান কত তারিখের মধ্যে লিঙ্ক করতে হবে?
আগামী ৩০ জুন ২০২২-এর মধ্যে আধার-প্যান লিঙ্ক করতে হবে। নয়তো দিতে হবে মোটা টাকা দ্বিগুণ জরিমানা।
ইনকাম ট্যাক্স অ্যাক্টের নতুন সন্নিবেশিত ধারা 234H অনুযায়ী (মার্চ ২০২১, অর্থবিল) ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করলে ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। তবে, এই ধরনের প্যান কার্ডগুলি আরও ১ বছরের জন্য কার্যকর থাকবে। মার্চ ২০২৩ বা FY২০২২-২৩ পর্যন্ত, এগুলি দিয়ে ITR ফাইল, রিফান্ড দাবি করা এবং অন্যান্য আয়করের কাজ সারা যাবে।
কীভাবে আধার-প্যান কার্ড লিঙ্ক করবেন? (How to link Aadhaar-PAN card?)
১. ইন্টারনেট সংযোগ-সহ স্মার্টফোন বা কম্পিউটারে লাগবে।
২. গুগল ক্রোমের মতো কোনও ব্রাউজারে আয়কর দফতরের e-filing পোর্টালে যান।
৩. হোম পেজ খুলতেই সেখানে 'Quick Links' বলে একটি সেকশন পাবেন।
৪. সেই সেকশনের মধ্যেই 'Link Aadhaar' বলে অপশনে ক্লিক করুন।
৫. এরপর যে পেজ খুলবে, তাতে আধার ও প্যান নম্বর দেওয়ার অপশন থাকবে। সেই মতো শূন্যস্থান পূরণ করুন। নাম দিন।
৬. এরপর ক্যাপচা থাকবে। সেটা দিন। সব শেষে 'Link Aadhaar'-এ ক্লিক করুন।
৭. আপনার আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে OTP আসবে। সেই OTP দিতে হবে। ফলে মনে রাখবেন, এর জন্য আপনার আধারের সঙ্গে একটি ফোন নম্বর রেজিস্টার্ড থাকা আবশ্যিক।
অনেকেরই পুরনো আধার কার্ড হওয়ায় তাতে ফোন নম্বর লিঙ্ক করা নেই। এর জন্য নিকটস্থ আধার কেন্দ্রের সহায়তা নিতে হবে। সেখানে ফোন নম্বর লিঙ্ক করিয়ে তবেই আধার-প্যান সংযুক্ত করতে পারবেন।
আবার অনেকের আধার কার্ড নেওয়ার সময়ে যে নম্বর ছিল, এখন সেটি আর চালু নেই। এমনটা হলে OTP পাবেন কীভাবে? এই প্রতিবেদন থেকে জেনে নিন: লাগবে মাত্র কয়েক মিনিট, একেবারে সহজ উপায়ে পালটে নিন আধার কার্ডের মোবাইল নম্বর
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক