মহম্মদ ইউনুসের কেয়ারটেকার সরকারের অধীনে থাকা বাংলাদেশের জন্য 'বন্ধু' পাকিস্তানের নতুন উপহার! শোনা যাচ্ছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (ওআইসি)-এর অধীনস্ত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত মন্ত্রিসভার স্ট্যান্ডিং কমিটি (কমস্টেক) এবং পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌথভাবে একটি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করা হচ্ছে।
এই প্রোগ্রাম নাকি বাংলাদেশি পড়ুয়া ও বুদ্ধিজীবীদের জন্যই শুরু করা হচ্ছে! রবিবার পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমের তরফে এই খবর সম্প্রচারিত করা হয়েছে।
বিষয়টি সামনে আসতেই আন্তর্জাতিক মহলের নজরে পড়েছে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
গত ৫ অগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই ইতিহাস ভুলে পাকিস্তানের কাছে আসার মরিয়া চেষ্টা করছে ইউনুস প্রশাসন। পাকিস্তানও এই সুযোগের সদ্ব্যবহার করার পূর্ণ চেষ্টা করছে।
যে পাকিস্তানের নিজেরই হাঁড়ির হাল, তারাই নানাভাবে বাংলাদেশের 'পাশে দাঁড়ানো'র বার্তা দিচ্ছে! এমতাবস্থায় শুধুমাত্র বাংলাদেশি পড়ুয়া ও বুদ্ধিজীবীদের জন্য আন্তর্জাতিক মহলের কাছে হাত পেতে থাকা পাকিস্তানের এই 'উপহার' নিঃসন্দেহে বর্তমান ঘটনাক্রমে বিশেষ মাত্রা যোগ করল।
অথচ, হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গেই কার্যত আদায়-কাঁচকলায় সম্পর্ক ছিল বাংলাদেশের। এমনকী, হাসিনা সরকারের আমলে ১৯৭১ সালের যুদ্ধাপরাধী হিসাবে জামাত-ই-ইসলাম (জি)-এর বহু সদস্যকে বিচারের আওতায় এনে শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদ সংস্থা 'অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান' (এএপি)-এর দাবি অনুসারে, ২২ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিকরা এই স্কলারশিপের সুবিধা ভোগ করতে পারবেন। তা তিনি পৃথিবীর যে দেশেই বসবাস করুন না কেন!
এই স্কলারশিপের অধীনে টিউশন ফি মকুব করা হবে। বিমানে যাতায়াতের ভাড়া দেওয়া হবে। একটি সাম্মানিক ভাতা দেওয়া হবে। এবং বিনামূল্যে থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হবে।
কমস্টেক-এর কো-অর্ডিনেটর জেনারেল মহম্মদ ইকবাল চৌধুরী এই প্রসঙ্গে পাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'মুসলিম সমাজে শিক্ষার ঘাটতি মেটাতে আমরা যে বদ্ধপরিকর, এই স্কলারশিপ প্রোগ্রাম তারই প্রমাণ।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশি পড়ুয়া ও বুদ্ধিজীবীদের উপর বিনিয়োগ করে আমরা আসলে আবিষ্কারক এবং নেতাদের এমন একটি প্রজন্ম তৈরি করতে চাইছি, যাঁরা এই সময়ে দাঁড়িয়ে আমাদের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারবেন।'
মহম্মদ ইকবাল চৌধুরী জানিয়েছেন আগামী ১ মার্চের মধ্যে আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।