যুব ও নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে আঞ্চলিক বৈষম্য দূর করা, রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা। ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরের প্রথম এমনই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শুক্রবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় কেন্দ্রশাসিত অঞ্চলের বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী বলেছেন, এই অঞ্চলটি স্থায়ী শান্তির পথে এগিয়ে চলেছে। গত সাত বছরে নির্বাচিত সরকারের এটিই প্রথম বাজেট। রাজ্যের জিএসটি বৃদ্ধি পেয়েছে এবং সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। বাজেটে কৃষি ও পর্যটনের উন্নয়নে বিপুল বরাদ্দ করেছেন তিনি।
আরও পড়ুন -Paris: রেল ট্র্যাকের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!প্যারিসে ব্যাহত ট্রেন চলাচল
ওমর আব্দুল্লাহ জোর দিয়ে বলেন, বাজেটের মূল লক্ষ্য যুব ও নারীর ক্ষমতায়ন, আঞ্চলিক বৈষম্য দূর করা এবং রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা করা। বাজেটে কৃষিক্ষেত্রে ৮১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার ফলে ২.৮৮ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। রাজ্য দুই ফসলের প্যাটার্নকে উৎসাহিত করবে এবং উদ্যান পালন সম্প্রসারণের উপর জোর দেবে। সরকার পশম প্রক্রিয়াকরণ এবং চামড়া ট্যানিং শিল্পকে উৎসাহিত করার পরিকল্পনাও করেছে, যা স্থানীয় অর্থনীতিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
আব্দুল্লাহ বলেন, কয়েক দশকের অস্থিরতার পর জম্মু ও কাশ্মীর এখন স্থায়ী শান্তির পথে। পর্যটন আরেকটি প্রধান লক্ষ্য, যেখানে সরকার ২০২৪ সালে ২.৩৬ কোটি পর্যটকের আগমনের পূর্বাভাস দিয়েছে। কাশ্মীর ম্যারাথনের মতো ইভেন্ট, যেখানে ১,৮০০ জন বিশ্বব্যাপী অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছিলেন এবং শিব খোরি এবং দুধ পাথরির মতো স্থানগুলির ক্রমবর্ধমান জনপ্রিয়তা রাজ্যে পর্যটকদের আগমনকে বাড়িয়ে তুলেছিল। বাজেটে পর্যটন উন্নয়নের জন্য ৩৯০.২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে হোমস্টে বৃদ্ধি, জলক্রীড়া প্রচার এবং সোনমার্গকে শীতকালীন ক্রীড়া গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।এছাড়াও স্বাস্থ্যসেবা খাতে, বাজেটে দুটি নতুন এইমস হাসপাতাল এবং ১০টি নার্সিং কলেজ তৈরির কথা বলা হয়েছে। আবদুল্লাহ রাজ্যজুড়ে টেলিমেডিসিন পরিষেবাগুলিকে একীভূত করার পরিকল্পনার পাশাপাশি সকল নাগরিকের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ ঘোষণা করেছেন।
আরও পড়ুন -Paris: রেল ট্র্যাকের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা!প্যারিসে ব্যাহত ট্রেন চলাচল
উল্লেখ্য, ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরে শেষ বাজেট পেশ করেছিল তৎকালীন পিডিপি-বিজেপি জোট সরকার। কিন্তু ৫ আগস্ট, ২০১৯-এ ৩৭০ ধারা বাতিলের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিভক্ত করার পর উপত্যকায় আর কোনও বাজেট হয়নি।