পুজো উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতা আসছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের। তার আগে হরিয়ানা বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এই জনপ্রিয় শুটার। আজ হরিয়ানার ঝাজ্জরে বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মনু। তাঁর পরনে আজ ছিল আকাশী নীল রঙের সালওার-কমিজ। উল্লেখ্য, এবারই নিজের জীবনে প্রথমবারের মোতো ভোটাধিকার প্রয়োগ করলেন মনু। ভোটাধিকার প্রয়োগের পরে তিনি বলেন, 'আমি প্রথমবার ভোট দিয়েছি। এদেশের যুবসমাজের অংশ হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সবথেকে যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিই। ছোট পদক্ষেপই বড় লক্ষ্যে পৌঁছে দেয় আমাদের।' (আরও পড়ুন: হরিয়ানার নির্বাচনে কংগ্রেস জিতলে মন্ত্রী হবেন? ভোটের সকালে কোন বার্তা ভিনেশের…)
আরও পড়ুন: পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি
আরও পড়ুন: ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ?
উল্লেখ্য, আজ এক দফায় হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হচ্ছে। আগামী মঙ্গলবার, ৮ অক্টোবর ভোটের ফল ঘোষণা করা হবে। হরিয়ানায় মূল লড়াই শাসকদল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। তবে এই ভোটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টি। হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’কোটিরও বেশি। তাঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। আর এবারের ভোটে ৯০টি আসনের জন্যে মোট প্রার্থী সংখ্যা ১০৩১। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন - বিজেপি মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (লডওয়া থেকে প্রার্থী হয়েছেন), কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (প্রার্থী হয়েছেন গারহি সাম্পলা-কিলোই থেকে), জেজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (প্রার্থী হয়েছেন উচানা কালান থেকে)। কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছেন অলিম্পিকে ফাইনালে ওঠা ভিনেশ ফোগটও। (আরও পড়ুন: 'প্রমাণ মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর)
আরও পড়ুন: একাকিত্বে ভুগছে সঞ্জয়, আরজি কর কাণ্ডে ধৃতকে নিয়ে আদালতে বড় দাবি আইনজীবী কবিতার
এদিকে রিপোর্ট অনুযায়ী, আজ, ৫ অক্টোবর অর্থাৎ শনিবার দুপুরে কলকাতায় আসছেন মনু। দমকল মন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসতে চলেছেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি পুজো মন্ডপে চলে আসবেন এই ক্রীড়াবিদ। তবে শুধু দেবী দর্শন নয়, শ্রীভূমির মহিলা ফুটবল দলের ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের উৎসাহও দেবেন পদকজয়ী এই ক্রীড়াবিদ। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত। সেই অনুষ্ঠানের পর মনু উপস্থিত হবেন বারুইপুরের পদ্মপুকুরের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো মণ্ডপে। সেখান থেকেই রাতে বিমানবন্দরে ফিরে যাবেন এবং কলকাতা ছাড়বেন ক্রীড়াবিদ।
আরও পড়ুন: ধর্মতলায় প্রতিবাদ মঞ্চ ঘিরে চরম নাটক বৃষ্টিস্নাত রাতে! তাও দমলেন না ডাক্তাররা
শনিবার দুপুর ২টোয় কলকাতায় পা রাখছেন মনু ভাকের। বিকেলে ৩টে ৩০ মিনিটে শ্রীভূমির অনুষ্ঠানে যোগ দেবেন মনু। এরপর বিকেল ৫টে নাগাদ হায়াতে ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ‘তাহাদের কথা’ অনুষ্ঠান শেষ করার পর সন্ধে ৬টায় মনু ভাকের রওনা দেবেন বারুইপুরে দুর্গাপুজোর উদ্বোধনে।