Himanta Biswa Sarma: পাক হাইকমিশনারের সঙ্গে কীসের মিটিং! ২০১৫ সালের কথা তুলে গৌরবকে খোঁচা হিমন্তের
1 মিনিটে পড়ুন Updated: 13 Feb 2025, 05:12 PM ISTফের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে নিশানা করলেন অসমের মুখ্য়মন্ত্রী।
ফের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে নিশানা করলেন অসমের মুখ্য়মন্ত্রী।
হিমন্ত বিশ্ব শর্মা একজন ব্রিটিশ নাগরিকের সঙ্গে এমপির বিয়ের বিষয়টিকে তার সংসদীয় প্রশ্নে 'সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়গুলিতে ক্রমবর্ধমান ফোকাস' হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছিলেন। মুখ্যমন্ত্রী এক্স-এ তাঁর পোস্টে গগৈয়ের নাম করেননি। তবে একটা ছবি দিয়েছেন।
২০১৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ যখন তাঁর ছেলে গৌরব গগৈকে তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে প্রচার করতে শুরু করেছিলেন, তখন থেকেই এই দুই রাজনীতিবিদ একে অপরকে নিশানা করছেন।
২০২৪ সালে হিমন্ত বিশ্ব শর্মা জোড়হাটে গৌরব গগৈয়ের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছিলেন, যিনি শেষ পর্যন্ত এই আসনটি জিতেছিলেন।
গগৈ বলেছিলেন যে হিমন্ত বিশ্ব শর্মার আক্রমণগুলি হাস্যকর এবং শর্মার বিরুদ্ধে অভিযোগ থেকে ‘মনোযোগ ঘোরাতে’ এগুলি ব্যবহার করা হত।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, '২০১৫ সালে ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বাসিত নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনার জন্য প্রথম মেয়াদের সংসদ সদস্য (এমপি) এবং তার স্টার্টআপ পলিসি ফর ইয়ুথকে আমন্ত্রণ করেছিলেন।