হাভানা সিন্ড্রোমে আক্রান্ত সিআইএ-র ১০০ জন আধিকারিক। এমনই দাবি করলেন সংস্থার ডিরেক্টর উইলিয়াম বার্নস। জানা গিয়েছে, সিআইএ-র ১০০ জন আধিকারিক ছাড়াও গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ জন আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্য এই হাভানা সিন্ড্রোম নামক বিরল উপসমে আক্রান্ত বলে জানা গিয়েছে। এই সিন্ড্রোমে আক্রান্তরা রহস্যময় ভাবে মাইগ্রেন এবং মাথা ঘোরার সমস্যায় ভোগেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বমি বমি, স্মৃতি শক্তি চলে যেতে পারে এই সিন্ড্রোমে আক্রান্তদের।এই সিন্ড্রোমের নাম হাভানার নামে নামকরণ হয়েছে কারণ প্রথমবার এই রোগটির খোঁজ মিলেছিল কিউবায় অবস্থিত মার্কিন দূতাবাসে। ২০১৬ সালে প্রথমবার এই রোগের খোঁজ মেলে। এর জেরে মার্কিন দূতাবাসে কর্মরত কূটনীতিবিদদের মস্তিষ্কে বিকৃতি দেখা যায়। চিন, রাশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে এই রোগের খোঁজ মেলে।এই বিষয়ে সিআইএ প্রধান বার্নস একটি রেডিও শো-তে জানান যে তিনি তাঁর সংস্থাকে এই রোগের উত্স খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে। ওসামা বিন লাদেনের খোঁজে নিযুক্ত এক কর্তাকে এই তদন্তের ভার দেওয়া হয়েছে। এদিকে এর জন্যে মেডিক্যাল দলকেও নিযুক্ত করেছেন এই তদন্তে।