Operation: ছেলের অপারেশন চলছিল, বাইরে অপেক্ষায় বাবা, হাতের কাছে পেয়ে তাঁকেও খপ করে ধরে অপারেশন
1 মিনিটে পড়ুন Updated: 17 Apr 2025, 05:45 PM ISTকোটা মেডিক্যাল কলেজের কর্মীরা আহত ছেলের অপেক্ষায় থাকা পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার করেন বলে অভিযোগ।
কোটা মেডিক্যাল কলেজের কর্মীরা আহত ছেলের অপেক্ষায় থাকা পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার করেন বলে অভিযোগ।
দুর্ঘটনায় জখম হয়েছিলেন ছেলে। তার জন্য অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলেন বাবা। আর সেই বাবাকেই তুলে নিয়ে গিয়ে অপারেশন করলেন কোটা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। অভিযোগ এমনটাই। একেবারে অবাক করা ঘটনা। লাইভ মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
দুর্ঘটনায় আহত মণীশ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, শনিবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল এবং বাড়িতে পক্ষাঘাতগ্রস্ত বাবাকে দেখাশোনা করার মতো কেউ না থাকায় তিনি তাঁকে হাসপাতালে ডেকে পাঠান।
মণীশ ব্যাখ্যা করেছিলেন যে তিনি তার বাবাকে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করতে বলেছিলেন যখন তাকে অপারেশন করা হচ্ছিল।
আহত ওই ব্যক্তি জানিয়েছেন, আমি একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম এবং আহত হয়েছিলাম। বাবাকে ফোন করেছিলাম। আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, দেখাশোনা করার কেউ নেই।
শনিবার আমার অপারেশন হওয়ার কথা ছিল, তাই বাবাকে অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করতে বলি।
তবে ঘটনার আসল মোড় আসে যখন সদ্য অস্ত্রোপচার ছাড়া হওয়া মণীশ তার বাবার শরীরে সেলাই দেখতে পান।
ছেলে বলেন, 'আমি অপারেশন থিয়েটারে ছিলাম। কী হয়েছে জানি না, তবে বাবার শরীরে গায়ে ৫-৬টি সেলাই রয়েছে।