তালিবানের সঙ্গে গোপন বৈঠক। সোমবার কাবুলে তালেবান নেতা আবদুল গনি বরাদারের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর ডিরেক্টর উইলিয়াম বার্নস। একাধিক রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে।
ঠিক কী নিয়ে আলোচনা হল? তা অবশ্য জানা যায়নি। বরাদারের সঙ্গে বার্নসের আলোচনার বিবরণ প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম সারির মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে এই গোপন বৈঠকের খবর প্রকাশিত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক এটি স্বীকার করেছেন। যদিও তালিবানের এক মুখপাত্র বিষয়টি এড়িয়ে গেছে। এ বিষয়ে তারা ওয়াকিবহাল নয়, দাবি তার।

২০১০ সালে এই বরাদারকেই গ্রেফতারের জন্য সিআইএ উঠে-পড়ে লেগেছিল। পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল সিআইএ। তাতে কাজও হয়েছিল। সেই বছরই গ্রেফতার করা হয় তালিবান নেতাকে। এরপর ৮ বছর কারাগারে ছিল বারাদার। কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন শান্তি আলোচনার প্রেক্ষিতে ইসলামাবাদকে দিয়ে বারাদারকে মুক্তি দেওয়ায়। আর তারপরেই স্বমূর্তিতে ফিরে যায় শীর্ষ তালিবান নেতা।