পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারি। উল্লেখ্য, ১৯৪৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক হিংসার নেপথ্যে ছিলেন এই সোহরওয়র্দী। তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। পরে আওয়ামি লিগ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী ঘনিষ্ঠ ছিলেন। এহেন সোহাওয়ার্দীর সঙ্গে তুলনা টানা হল মমতার। প্রদীপ বলেন, 'বাংলায় হিন্দুদের বিরুদ্ধে যা কিছু ঘটছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এবং তিনি এখন 'আধুনিক যুগের সোহরাওয়ার্দী' হিসেবে কাজ করছেন।' (আরও পড়ুন: 'বাংলা ভাগের কথা মনে পড়ছে…', ওয়াকফ হিংসা নিয়ে মমতাকে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর)
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে AFSPA জারির দাবি, শাহকে চিঠি বঙ্গ বিজেপি সাংসদের
এরপর প্রদীপ ভণ্ডারি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-বিরোধী সহিংসতাকে উৎসাহিত করছেন। এই হিংসাকে সমর্থন কছেন এবং উস্কে দিচ্ছেন। হিন্দুদের উপর আক্রমণের সময় মুখ্যমন্ত্রী কিছু না করার নির্দেশ দিয়েছেন। এই আবহে বাংলার পুলিশের মনোবল সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। আজ, উগ্র ইসলামপন্থী জনতাকে থামানোর কেউ নেই কারণ তিনি তাঁর তোষণের রাজনীতির জন্য তাদের সমর্থন করছেন।' (আরও পড়ুন: ‘দাস পরিবারকে হত্যা করা হল, বাংলা জ্বলছে… আর ইউসুফ পাঠান চা খেয়ে আনন্দ পাচ্ছেন’)