সারা বিশ্বে বিনিয়োগকারীদের মধ্যে সবথেকে শীর্ষে আছেন ৯৪ বছর বয়সি ওয়ারেন বাফেট। বহু ক্ষেত্রে তাঁর বিনিয়োগ করা সংস্থার শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন এনে দিয়েছে। বর্তমানে ১৬৯ বিলিয়ন ডলারের মালিক তিনি। কিন্তু জীবনের সায়াহ্নে এসে বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন বিশ্বের অন্যতম ধনকুবের ওয়ারেন বাফেট। ২০২৫ সালের শেষ দিকে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। (আরও পড়ুন: সন্ত্রাসবাদ ইস্যুতে সাধু সাজার চেষ্টা, দুর্বল চিত্রনাট্যের ড্রামা পাকিস্তানের)
আরও পড়ুন-'অনেকের ঘুম উড়বে!' আদানির বন্দরের অনুষ্ঠানে বিজয়ন-শশী, 'ইন্ডি'-কে কটাক্ষ মোদীর
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ার হোল্ডারদের সভায় পদত্যাগের ঘোষণা করেন বাফেট। অনেক বিনিয়োগকারী আগেই বিষয়টি আঁচ করেছিলেন, কিন্তু বিশ্বাস করতে পারেননি। বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাঁকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়। শনিবার বাফেট বলেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তাঁর এই সিদ্ধান্তের কথা কেবল তাঁর সন্তানেরাই জানতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়েও মন্তব্য করেন বাফেট। তিনি বলেন, 'আমরা যেন আমাদের বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার না করি। বরং বিশ্বব্যাপী বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখা উচিত।' (আরও পড়ুন: 'এই দেখ আমিও পারি', ঠিক যেন ক্লাস ২-এর শিশুর মতো হাস্যকর আচরণ পাকিস্তানের)
আরও পড়ুন: 'যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে...', মানবিক করিডোরের নামে ইউনুসের ছক 'ফাঁস'
১৯৬৫ সালে, বাফেট ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ডে বার্কশায়ার হ্যাথওয়ে নামে একটি টেক্সটাইল মিলের নিয়ন্ত্রণ নেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৫ সালের মধ্যে, বার্কশায়ারের বাজার মূলধন ১.১ ট্রিলিয়ন ডলার হয়ে যায়।ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, বাফেট বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ ১৬৯ বিলিয়ন ডলার।২০২৩ সালে ওয়ারেন বাফেট একটি চিঠি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি স্বীকার করেন যে অবসর নেওয়ার ইচ্ছা না থাকলেও তিনি এখন ‘এক্সট্রা ইনিংসে খেলছেন।’ বার্কশায়ার হ্যাথাওয়ে বর্তমানে ৬০টিরও বেশি কোম্পানির মালিক, যার মধ্যে রয়েছে বীমা প্রতিষ্ঠান গেইকো, ব্যাটারি নির্মাতা ডারাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন।
আরও পড়ুন-'অনেকের ঘুম উড়বে!' আদানির বন্দরের অনুষ্ঠানে বিজয়ন-শশী, 'ইন্ডি'-কে কটাক্ষ মোদীর
আরও পড়ুন: লাইভ ফায়ারিং শুরু নৌসেনার, শনিতেই মোদীর সঙ্গে দেখা করেছিলেন বাহিনীর প্রধান
এছাড়াও প্রতিষ্ঠানটি অ্যাপল, কোকা-কোলা, ব্যাঙ্ক অব আমেরিকা এবং আমেরিকান এক্সপ্রেস-সহ বহু প্রতিষ্ঠানের বড় অংশীদার। বিলিয়ন ডলার দান করা ওয়ারেন বাফেটকে গত মাসে ব্লুমবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। মাত্র ছয় বছর বয়সে প্রথম অর্থ উপার্জন করেন বাফেট। ১১ বছর বয়সে প্রথম শেয়ার কেনেন এবং ১৩ বছর বয়সে প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন দাখিল করেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও বাফেট গত ৬৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহায় একটি সাধারণ বাড়িতে বাস করছেন।