‘অপারেশন সিঁদুর’ নিয়ে বুদ্ধ পূর্ণিমার রাতে দেশবাসীর জন্য বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের উদ্দেশে সেই ভাষণে ছিল তাবড় বার্তা। এরপরই দেখা যায় সাম্বা সহ দেশের একাধিক জায়গা তাক করে পাকিস্তানের সীমান্ত থেকে রাতে উড়ে আসছে পর পর ড্রোন। অমৃতসরগামী এক ইন্ডিগো বিমান তখন মাঝ আকাশে। ড্রোন ওড়ার মাঝেই বিমান নিরাপদে ফিরে যায় দিল্লিতে। এই পরিস্থিতিতে ১৩ মে ২০২৫ দেশের বহু এলাকায় বিমান বাতিল করল ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সকল বিমান পরিষেবা মঙ্গলবার বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে দ্বিমুখী বিমান চলাচল বাতিল করেছে। উল্লেখ্য, ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে সংঘর্ষ বিরতি ঘোষণা হলেও, একাধিকবার দেশের উত্তর-পশ্চিম প্রান্ত বরাবর শহরগুলিতে তাক করে পাকিস্তানের ড্রোন উড়ে আসতে দেখা যাচ্ছে। যদিও তা হেলায় প্রতিহত করেছে ভারত। তারই মাঝে আকাশ পথে নিরাপত্তাকে অগ্রাধিকারে রেখে বিমান বাতিল করেছে দেশের তাবড় দুই অসামরিক বিমান পরিবহন সংস্থা। আজ মঙ্গলবার, ১৩ মে ২০২৫এ দেশের একাধিক শহরে এই দুই বিমান সংস্থা বাতিল করেছে বহু বিমান।
( পাকিস্তানের সঙ্গে ‘সিজ ফায়ার’র পর বুদ্ধপূর্ণিমায় মোদী, শাহ, জয়শংকররা দিলেন কোন বার্তা?)
( আসন্ন শনি অমাবস্যায় মে মাসের শেষে নয়া খেলা ঘোরাবেন কর্মফলদাতা! লাকি কারা?)
( ৭৩৪০ দিয়ে শুরু ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছে পাকিস্তানি ইন্টেল! কী উদ্দেশ্য?)
( পাহাড়ি জঙ্গলের ভিতর চলল ‘অপারেশন সংকল্প’, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্তে নিহত ৩১ মাওবাদী)
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে এবং আপনার নিরাপত্তাকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে, ১৩ মে ২০২৫ তারিখের জন্য জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে।’ এয়ার ইন্ডিয়া জানিয়েছে,'সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে এবং আপনার নিরাপত্তার কথা মাথায় রেখে, ১৩ মে, মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার বিমানগুলি বাতিল করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাকে আপডেট রাখব।'